অকালে ঝরে পড়ল এক তরতাজা প্রাণ!বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন

Spread the love

অকালে ঝরে পড়ল এক তরতাজা প্রাণ।চোখে ছিল হাজারো স্বপ্ন।বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন।সেই সমস্ত স্বপ্ন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল।শনিবার মেদিনীপুরে নাচের এক অনুষ্ঠান ছিল।বছর ২৬ এর পাখি বিশ্বাস, নানা জায়গায় যেতেন অনুষ্ঠানে। ঠিক তেমনই মেদিনীপুরে গিয়েছিলেন সে,শনিবার বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় পাখির।জানা যায়,ঘাতক গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা।গুরুতর আহত হন পাখি,তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।দীর্ঘ ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করেন পাখি,অবশেষে সব মায়া ত্যাগ করে চিরঘুমে চলে যান তিনি। এই ঘটনায় ভেঙে পড়ে গোটা এলাকা। পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করে বন্ধুমহল। পাখি বিশ্বাস এর আগেও বিভিন্ন জেলায় নৃত্য পরিবেশন করতে যেতেন।এমনকি তাকে সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের নাচের রিলস আপলোড করতে দেখা যায়।ভীষণই প্রাণোচ্ছল তরুণী ছিলেন তিনি।চালকের একটু ভুলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে হাজার হাজার মানুষ। তবুও হুঁশ ফিরছে না কারোর।গাড়ি দুর্ঘটনার খবর বাংলায় প্রতিনিয়ত বাড়ছে।প্রশাসনের তরফে স্পিড লিমিট দেওয়া থাকলেও কর্ণপাত করছে না একদল বিবেকহীন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *