‘অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি?’ ট্রোল নেটিজেনদের

Spread the love

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ঘটনায় গোটা দেশ হতবাক। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন মারা গিয়েছেন। এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউড সেলিব্রিটিরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় যে সব তারকারা পোস্ট করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন আজ অর্থাৎ ১৩ জুন পোস্ট করেছেন। কিন্তু এত দেরীতে কেন পোস্ট? তা নিয়েই অমিতাভকে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনরা।

অমিতাভ বচ্চন কী টুইট করেছিলেন?

আজ অর্থাৎ ১৩ জুন দুপুর ১২টা বেজে ৫৩ মিনিটে অমিতাভ বচ্চন পোস্ট করেছেন। বিগ বি লিখেছেন- ‘হে ঈশ্বর! হে ঈশ্বর! হে ঈশ্বর! হতবাক। অসাড়। ঈশ্বরের আশীর্বাদ! হৃদয় থেকে প্রার্থনা!’

অমিতাভ বচ্চনের এই পোস্ট দেখে অনেক নেটিজেন মন্তব্য করেছেন। পোস্ট করতে এত দেরী হল কেন? তা নিয়েই নেটিজেনরা ট্রোল করেছেন। অনেকে বলেছেন ঘটনাটি গতকাল ঘটেছে এবং আজ কেন অমিতাভ টুইট করছেন।

নেটিজেনরা কে কী বলেছেন?

অমিতাভ বচ্চনের এই পোস্টে একজন লিখেছেন ‘যখন পুরো দেশ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল, যখন আকাশ থেকে মৃতদেহের বৃষ্টি হচ্ছিল, যখন মায়েরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন মেগাস্টার জেগে উঠলেন..…।’ আর একজন লেখেন, ‘মর্মাহত। অসাড়া হৃদয় থেকে প্রার্থনা। শুধু এই কথা বলার পর, তিনি আবার চুপ হয়ে গেলেন… আপনি কি বিমান দুর্ঘটনার কথা বলছিলেন নাকি ইসরায়েল-ইরানের প্রতি শোক প্রকাশ করছিলেন?’ আর একজন লিখেছেন ঘটনাটি গতকাল ঘটেছে, আপনি আজ টুইট করছেন, জয়া জি কী তা অস্বীকার করেছেন?’ আর এক নেটিজেন লেখেন, ‘ঘটনার ধাক্কায় আপনি কী অজ্ঞান হয়ে গিয়েছিলেন স্যার?? হয়তো আপনি এখন জ্ঞান ফিরে পেয়েছেন, তাই আপনি আজ টুইট করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *