একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে নাজেহাল করে তুললেও, ইরান এখনো তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা।ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১৩ জুন কোনো উসকানি ছাড়াই ইরানে হামলা চালায় ইসরাইল। জবাবে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
বিশ্লেষকরা বলছেন, ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। এছাড়া, ইরানের হামলাগুলোর বিশেষ ১০টি বৈশিষ্ট্য ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একপ্রকার অকার্যকর করে দিয়েছে বলে মনে করেন তারা।

এদিকে জানা গেছে, ইরানের বিরুদ্ধে সংঘাতে ‘বড় সাফল্য’ পাওয়ার দাবি করা সত্ত্বেও দ্রুত নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সরবরাহ কমে আসছে ইসরাইলের। এতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।
মিত্রশক্তির (যুক্তরাষ্ট্র) গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
ইসরাইল ও ইরানের মধ্যে অবিরাম ক্ষেপণাস্ত্র বিনিময়ের মধ্যেই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, গত শুক্রবার ইসরাইল অপারেশন ‘রাইজিং লায়ন’ শুরু করার পর থেকে, ইরানি বাহিনী ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।