অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ

Spread the love

বিনোদন জগতের মানুষ রাজনীতির মঞ্চে দাপটে কাজ করেছেন এমন অনেক উদাহরণ মানুষের সামনে রয়েছে। অন্যদিকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও কাজ করেছেন সিনেমার পর্দায়। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের নাম।

সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ উপন্যাস অবলম্বনে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। সিনেমার নাম রাখা হয়েছে ‘কর্পূর’। তবে এই সিনেমায় সব থেকে বড় চমক হল, সিনেমায় প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

বিনোদন জগতে যদিও এর আগেও কাজ করেছেন কুণাল, তবে অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসাবে। এবার একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। কুনাল ঘোষ ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসুকেও। সাহেব ভট্টাচার্য অভিনয় করবেন বিমান বসুর চরিত্রে। সিনেমায় মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

নতুন যাত্রা নিয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘বিনোদনের জগত থেকে যখন একাধিক ব্যক্তিত্ব রাজনীতির মঞ্চে ফাটিয়ে কাজ করছেন, এখানে রাজনৈতিক মঞ্চ থেকে মানুষ বিনোদনে কাজ করতেই পারেন।’ অন্যদিকে কুণালকে পেয়ে বেজায় খুশি অরিন্দম শীলও।

পরিচালকের কথায়, একবার নাকি কুণাল মজা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অরিন্দমের কাছে। ক্যমেরার সামনেও যে কুণাল ভালোই অভিনয় করতে পারবেন, সেটা নিয়ে আশাবাদী অরিন্দম।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে বাম আমলে একটি অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীষা মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। মনীষার নিখোঁজ হওয়ার ২০ বছর পর ২ সাংবাদিক এই ঘটনার খোঁজ শুরু করেন। তারপর গল্পে আসে বিভিন্ন টুইস্ট।

আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে সিনেমার শ্যুটিং। এই বছরের শেষের দিকেই হয়তো দর্শকরা দেখতে পাবেন ‘কর্পূর’। মদন মিত্র, পার্থ ভৌমিকের পর এবার কুণাল ঘোষ ক্যামেরার সামনে কতটা সাবলীল, সেটা বোঝা যাবে ছবির মুক্তির পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *