অনুপমের ‘মা’ শুনে আবেগে ভাসলেন শ্রোতারা

Spread the love

অবশেষে হল অপেক্ষার অবসান। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করছিল একটি পোস্ট, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘ধুমকেতু’ ছবির দ্বিতীয় গান। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সারেগামাপা অফিসিয়ালের তরফ থেকে প্রকাশ্যে নিয়ে আসা হল ধূমকেতু ছবির দ্বিতীয় গান মা।

গানের ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, এক বৃদ্ধ একটি বাড়িতে কি যেন খুঁজছেন। বারান্দায় জামাকাপড়ের গন্ধে যেন খুঁজে নিতে চাইছেন কোনও প্রিয়জনের গন্ধ। বাড়ির আনাচে-কানাচে যেন কারোও অস্তিত্ব আশা করছেন তিনি। ক্লান্ত চোখ যাকে খুঁজে বেড়াচ্ছে, তিনি আর কেউ নন, ওই বৃদ্ধের মা।

মা, প্রত্যেকটি মানুষের জীবনের এমন একজন মানুষ যাকে ছোট থেকে বড় এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ নিজের কাছে আগলে রাখতে চায়। কিন্তু সব সময় তা হয়ে ওঠে না। মাকে হারানোর কষ্ট যে কতটা গভীর, তা এই গানটির প্রত্যেকটি শব্দে ফুটে উঠেছে।

মনটা মায়ের কাছে যেতে চাইলেও কিছুতেই যাওয়া যাচ্ছে। ঘরের এক কোণে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে বড্ড ইচ্ছে হলেও তা আজ আর সম্ভব নয়। এই পৃথিবীর প্রত্যেকে ভুল বুঝলেও মা কখনও সন্তানকে ভুল বোঝেন না। শরীর বা মন অসুখের একটাই ওষুধ, মা। গানের প্রত্যেকটি শব্দে মায়ের প্রতি সন্তানের এমনই ভালোবাসার ছোঁয়া বারবার ফুটে উঠেছে।

‘মা’ গানটি প্রকাশ্যে এনে সারেগামাপা অফিসিয়ালের তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘শুনুন নতুন ছবি, ধূমকেতু থেকে অনুপম রায়ের কন্ঠে নতুন গান মা শুধুমাত্র লিডিং OTT প্ল্যাটফর্মে।’গানটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। বহুদিন পর মাকে নিয়ে এমন একটি চমৎকার গান শুনে আবেগে ভেসেছেন দর্শকরা। অনুপম রায়ের গলায় এমন চমৎকার একটি গান শুনতে পেয়ে যেন অপেক্ষা করা সার্থক হয়েছে সবার।

প্রসঙ্গত, ৯ বছর পর সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এই সিনেমায় আবার দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। ছবিটি আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *