অনুব্রতর কুকথা নিয়ে আলোচনা চেয়ে BJPর মুলতুবি প্রস্তাব

Spread the love

অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডের প্রতিবাদে রাজ্য বিধানসভায় বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গ্রহণই করলেন না স্পিকার। বুধবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব পাঠ করার অনুমতি চান বিজেপির মহিলা বিধায়করা। সেই প্রস্তাব স্পিকার নাকচ করলে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। এর পর অধিবেশন থেকে ওয়াক আউট করে বাইরে এসে সংবাদমাধ্যমের সামনে প্রস্তাব পাঠ করেন ডাবগ্রাম – ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। কেন এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার সেই প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির মহিলা বিধায়কদের সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে শিখাদেবী বলেন, ‘যে ভাবে একজন পুলিশ আধিকারিকের মা ও স্ত্রীর প্রতি যে নোংরা ভাষা অনুব্রত মণ্ডল প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর হাত তাঁর মাথায় থাকায় এখনও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। কোনও মহিলার মান সম্মান বলে কিছু জানেন না উনি। অথচ সরকারের কোনও হেলদোল নেই। তৃণমূল কংগ্রেস করে বলে সে সব দিক থেকে ছাড় পেয়ে যাচ্ছে।’

একই সঙ্গে এদিন ফের একবার বিধানসভার অধিবেশনের লাইভ সম্প্রচারের অনুমতি দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ ও বালুরঘাটের বিধায়ক তথা প্রথিতযশা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি এই দাবি তোলেন। শংকরবাবু বলেন, ‘আমাদের দাবি বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হোক। তাহলে এই সরকারের মুখ আর মুখোস আলাদা হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *