অনুব্রতর সঙ্গে ফেসটাইমে কথা হত ICর

Spread the love

অবশেষে প্রকাশ্যে এল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসির করা FIRএর প্রতিলিপি। আর সেই FIRএ স্পষ্ট, নজরদারি এড়াতে আগেও অনুব্রত মণ্ডলের সঙ্গে ফেসটাইম পরিষেবা ব্যবহার করে কথা বলেছেন তিনি। FIRএ উল্লেখ করা হয়েছে, যে ফেসটাইম আইডি থেকে ফোন করে অনুব্রত আইসি মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন সেই আইডিতে আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে আইসির।

বোলপুর থানায় দায়ের ২৫০/২০২৫ FIRএ আইসি অভিযোগ করেছেন, ঘটনার সময় থানায় নিজের ঘরে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। তখন তাঁর সরকারি ফোন নম্বরে একটি ফোন আসে। ফোনের ওপাশে ছিলেন অনুব্রত মণ্ডল। যে ফেসটাইম আইডি থেকে তিনি ফোন করেছিলেন সেই আইডিতে আগেও কথা হয়েছে অনুব্রত ও তাঁর। ফোনে আইসি, তাঁর মা ও স্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন অনুব্রত। আইসিকে বলপ্রয়োগ করে বার করে এনে হেনস্থা করার হুমকি দেন। সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। গোটা কথপোকথন অন্য একটি ফোনে রেকর্ড করেন বোলপুর থানার আসি।

আইসিকে অনুব্রতর কুকথার অডিয়ো ভাইরাল হওয়ার পর দায়ের হয়েছিল এই FIR. এই FIRএর ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ বা তৃণমূল। একবার থানায় ডেকে জেরা করা হলেও তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়নি। উলটে অভিযোগকারী আইসির ২টি ফোন বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়। এমনকী তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *