অনুব্রত খুব অসুস্থ! বেড রেস্টে রয়েছেন

Spread the love

শনিবারের পর রবিবারও পুলিশি তলবে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। রবিবার হাজিরার জন্য নির্ধারিত সময় পার হওয়ার পর বোলপুর SDPO অফিসে গিয়ে জানিয়ে এলেন তাঁর এক আইনজীবী। সঙ্গে ওই ব্যক্তির বিস্ফোরক দাবি, অডিয়ো ক্লিপটি AI দিয়ে বানানো। তিনি জানিয়েছেন, অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি শয্যাশায়ী।

এদিন অনুব্রতর আইনজীবী SDPO অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি শয্যাশায়ী। এই অডিয়ো AI দিয়ে তৈরি। অনুব্রত মণ্ডল এখন আদালতের দ্বারস্থ হবেন না। প্রয়োজন হলে হবেন।’

অনুব্রতর আইনজীবীর দাবি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শনিবারও অসুস্থতার কথা জানিয়ে পুলিশি হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত। যদিও থানা থেকে কয়েকশ মিটার দূরে দলের পার্টি অফিসে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে। সন্ধ্যায় বাড়িও ফিরেছেন স্বাভাবিক ভাবে। এর মধ্যে অনুব্রতর হল টা কী? কী ভাবে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি?

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, যে অডিয়ো ক্লিপের জন্য লিখিত ও মৌখিকভাবে প্রকাশ্যে তিনি ক্ষমা চেয়েছেন সেই অডিয়ো ক্লিপকে কি আর AI দিয়ে তৈরি বলে দাবি করা যায়?

সূত্রের খবর, রবিবার আর পার্টি অফিসে আসবেন না অনুব্রত। সোমবার আদালতের দ্বারস্থা হয়ে আগাম জামিন পেতে পারেন তিনি। একই সঙ্গে অনুগামীদের সঙ্গে অবিরত যোগাযোগ রেখে চলেছেন তিনি। সূত্রের খবর, ৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফেরার পর অনুব্রতর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ হতে পারে। আর সেখব পেয়ে রবিবার দুপুরে কলকাতা রওনা দিয়েছেন অনুব্রতর মূল প্রতিপক্ষ বলে পরিচিত কাজল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *