চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের আন্দোলনের জেরে বিকাশ ভবনের ভিতরে আটকে পড়া তিনমাসের অন্তঃসত্ত্বাকে নাকি ‘কেটে ফেলার’ হুমকি দিয়েছিলেন আন্দোলনে অংশগ্রহণকারীদের একাংশ! আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন সেই অন্তঃসত্ত্বা সরকারি কর্মী! সংবাদ প্রতিদিন অনুসারে – বিকাশ ভবনের ওই মহিলা কর্মীর নাম অর্পিতা বিশ্বাস। তিনি তিনমাসের গর্ভবতী। চাকরিহারা ‘যোগ্য’শিক্ষকদের ঘেরাও আন্দোলনের জেরে তিনিও সহকর্মীদের সঙ্গে ভিতরে আটকে পড়েন। তাঁর সহকর্মীরাই সেকথা ফোন করে পুলিশকে জানান। পুলিশ অর্পিতাকে বের করার জন্য একতলায় নিয়ে আসেন। কিন্তু, সেই সময় তাঁকে সেখান থেকে বেরোতে বাধা দেন আন্দোলনকারীরা।
সংবাদমাধ্যমে অর্পিতা জানিয়েছেন, তাঁর বাড়িতে এক সন্তান রয়েছে। উপরন্তু, তিনি তিনমাসের অন্তঃসত্ত্বা। তাঁকে নিয়মিত ওষুধে খেতে হয়। সেদিন তাঁর সঙ্গে সমস্ত ওষুধ ছিল না। বাড়িতেই সেসব ছিল। এদিকে, পরিস্থিতি দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান। তিনি নিজের শারীরিক অবস্থার কথা আন্দোলনকারীদের জানান। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

অর্পিতার দাবি, পুলিশ যখন তাঁকে বের করে আনার চেষ্টা করছে, সেই সময় এক আন্দোলনকারী বলেন, ‘তোরা ভিতরেই থাক!’ অন্য আরও একজনকে বলতে শোনা যায়, ‘বেরোলেই কেটে ফেলব!’ অর্পিতার বক্তব্য, তিনি নিজেও চাকরিজীবী। তাই যাঁরা আজ চাকরি হারিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন, তাঁদের প্রতি তাঁর সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। কিন্তু, যাঁরা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, তাঁদের কাছ থেকে কি এমন মন্তব্য বা আচরণ কাম্য?