অপারেশনে কেল্লারের বড় আপডেট দিল ভারতীয় সেনা

Spread the love

অপারেশন কেল্লার। তিন কুখ্য়াত জঙ্গিকে নিকেশ করা হয়েছে কাশ্মীরে। এবার এনিয়ে বড় আপডেট দিল সেনা। তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে সেটা জানানো হয়েছে সেনার তরফে।

ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল কেল্লারের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, সোপিয়ান জেলায়, জম্মু ও কাশ্মীরের। এরপরই শুরু হয় অভিযান। ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ গত ১৩ মে এই অভিযান করে। এরপর তার ফলাফলে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে। হার্ডকোর টেররিস্ট। তার মধ্যে লস্কর ই তইবা বা টিআরএফের স্থানীয় কমান্ডারও ছিল। এরা এই এলাকায় নানা ধরনের জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। তাদের কাছ থেকে যে সমস্ত কিছু পাওয়া গিয়েছে তার মধ্য়ে অন্য়তম হল একে সিরিজের রাইফেল, প্রচুর গুলি, গ্রেনেড, যুদ্ধ করার মতো অস্ত্র মজুত করেছিল।

এই অভিযানের সফলতার অন্যতম বিষয় হল সুরক্ষা বাহিনী ও গোয়েন্দা এজেন্সির মধ্য়ে সমণ্বয়। জঙ্গিদের নিকেশ করতে ভারতীয় সেনা অপ্রতিরোধ্য মিশন চালাচ্ছে। শান্তি বিঘ্ন করতে পারে এমন যে কোনও বিষয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জানিয়েছে ভারতীয় সেনা।

এরপর তিনটি ছবি পোস্ট করা হয়েছে সেনার তরফে। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একে সিরিজের রাইফেল। সেই সঙ্গেই প্রচুর গুলি বাজেয়াপ্ত করা হয়। কয়েকটি ব্যাগও ছিল জঙ্গিদের কাছে।

এর আগে সেনার তরফে জানানো হয়েছিল গত ১৩ মে অপারেশন চলাকালীন জঙ্গিরা গুলি চালাচ্ছিল। গুলির লড়াই চলতে থাকে। এরপর তিন জঙ্গির মৃত্য়ু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *