অপারেশন সিঁদুরের পরই বিশেষ ক্যাবনেট বৈঠক ওমর আবদুল্লার

Spread the love

ভারতের অপারেশন সিঁদুর নিয়ে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক সংবাদমাধ্যমের তিনি বলেন, ভারতের প্রত্যাঘাত খুব আশানুরূপ। নিজের কথায় ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেন ওমর। প্রসঙ্গত, বুধবার ক্যালেন্ডার মতে ৭ মে গভীর রাতে ভারতীয় সেনা আক্রমণ করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে। এই ঘাঁটিগুলির কোনওটি ছিল লস্কর-ই-তৈবার, কোনওটি আবার ছিল জইশ-ই-মহম্মদের হেড কোয়ার্টার। রাত পৌনে দুটো নাগাদ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ভারতীয় সেনার এই প্রত্যাঘাত খুব নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটিগুলিতেই করা হয়েছে।

অপারে‌শন সিঁদুরের পর জরুরি বৈঠক ওমর আবদুল্লার

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট মোতাবেক, ৭ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর প্রত্যাঘাত করার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী একটি জরুরি বৈঠক ডেকেছেন। নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা ও প্রস্তুতি কেমন রয়েছে, তা খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক। বৈঠকের কিছু ছবি প্রকাশ্যে এসেছে এক্স প্ল্যাটফর্মে।

অপারেশন সিঁদুরের আগেই দায়ভার নিয়েছিলেন ওমর

২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা হয় ২৬ জন পর্যটকের উপর। এই হামলার তীব্র নিন্দা করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ২৮ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রকাশ্যে এই ঘটনার দায়ভার নেন ওমর। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন, এই কথাও তাঁকে বলতে শোনা যায়।

অপারেশন সিঁদুরের পর কী কী নিয়ে আলোচনা

রিপোর্ট মোতাবেক, অপারেশন সিঁদুর প্রত্যাঘাতের পর ওমর আবদুল্লার অফিস থেকে সব নিরাপত্তা খুঁটিয়ে দেখা হচ্ছে। কোনওভাবেই ভারত পাক অশান্তির আঁচ সাধারণ মানুষের উপর যাতে না পড়ে, তা নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও, কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো পরিকাঠামো ও প্রস্তুতি তৈরি রাখতে চাইছে জম্মু ও কাশ্মীর সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *