অপারেশন সিঁদুরের পর প্রথমবার প্রকাশ্যে আসবেন মোদী

Spread the love

অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার প্রকাশ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযানের পর এই ভাষণে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

৩ দিন টানা ব্যর্থ হামলা চালানোর পর শনিবার বিকেলে ভারতীয় সেনার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাক সেনা। সেই প্রস্তাবে রাজি হয় ভারতীয় সেনা। এর পর একের পর এক সাংবাদিক বৈঠকে ভারতের পালটা অভিযানে পাকিস্তানের বিভিন্ন সৈন্য ঠিকানার দুরবস্থার ছবি প্রকাশ্যে এনেছে ভারত। তবে সংঘাত চলাকালীন বা যুদ্ধবিরতি ঘোষণার পর এখনও প্রকাশ্যে আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

সূত্রের খবর, এদিনের ভাষণে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অসম বীরত্বের জন্য সেনাবাহিনীকে কৃতিত্ব দিতে পারেন তিনি। সঙ্গে বাহিনীর পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে পারেন দেশবাসীকেও।

অনেকের মতে, শনিবার যুদ্ধবিরতির পর সন্ত্রাসবাদী হামলা নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে ভারত। এতদিন জঙ্গি হামলা হলে তাকে সীমান্তপারের সন্ত্রাসবাদী হামলা বলে গণ্য করা হত। কিন্তু এবার থেকে সন্ত্রাসবাদী হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে। হামাসের বিরুদ্ধে যে অবস্থান নিয়ে থাকে ইসরায়েল। এব্যাপারে ভারতীয়দের অবগত করাতে পারেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *