অপারেশন সিঁদুরের সাফল্যে বিশেষ ভাবনা BCCI-র

Spread the love

মে মাসের ৮ তারিখ। হঠাৎই ধর্মশালায় স্টেডিয়ামে নিভল ফ্লাডলাইট। খেলা বন্ধ হল। একে একে মাঠ খালি করার প্রক্রিয়া শুরু হল। দর্শকদের জানানো হল, ফ্লাডলাইটে গণ্ডলোল, খেলা হবে না ধর্মশালায়। কিছুক্ষণ পরই জানা গেল পাকিস্তানকে পাল্টা মার দেওয়ার কাজ ভারতীয় সেনা এত ভালোভাবেই করেছে, যে সন্ত্রাসবাদীদের ডেরার রক্ষীরা বিপর্যস্ত হয়ে পড়েছে। আর পাকিস্তান যখন কিছু করতে পারে না, তখনই সাধারণ মানুষদের টার্গেট করে। অতীতে শ্রীলঙ্কার ক্রিকেটারদেরও টার্গেট করেছিল। তাই কোনও ঝুঁকি না নিয়েই ক্রিকেটার, দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এরপরের দিন অর্থাৎ শুক্রবারই আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছিল, কারণ পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া দরকার ছিল ভারতের।
ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান তীব্র সঙ্কটে পড়তেই আইএমএ, চীন, তুরস্ক সবারই মানবতা বোধ জেগে ওঠে। তাঁদের মন কাঁদতে থাকা পাকিস্তানের জন্য। যদিও ভারতীয় সেনা এসবের পরোয়া না করেই বীরের মতো পাকিস্তানে (পাক অধিকৃত কাশ্মীরে) ঢুকে পরপর হামলা চালিয়ে আসে সন্ত্রাসবাদীদের ডেরায়। আর তাতেই পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ হয়ে যায়। অগত্যা, হাতে পায়ে ধরা করে পাকিস্তান আরও একবার জানায়, তাঁরা আর লড়াই করবে না। শান্তি চায়। এরপরই সংঘর্ষবিরতি হয় এবং দিন দশেকের মাথায় ফের আইপিএল শুরু হয়।


IPL আয়োজনে বড় ভূমিকা ভারতীয় সেনার


এর মধ্য ক্রিকেটারদের নিরাপত্তার বেষ্টনিতে রাখার পাশাপাশি তাঁদের নিরাপদে দেশে ফেরত পাঠানো, সবেতেই ভারতীয় সেনা মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে ধর্মশালা থেকে দিল্লিতে ক্রিকেটারদের ফেরানোর ক্ষেত্রে। ফলে ভারতীয় সেনার দক্ষতার জেরেই যে পুরো বিষয়টি এত মসৃণভাবে হয়েছে তা বলাই বাহুল্য, কারণ পাকিস্তানকে ছেড়ে দিলে তাঁরা ভাবে ভারত হয়ত দুর্বল। ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেওয়ার পাকিস্তানের বদ অভ্যস এখনও ঠিক হয়নি। আর এই আবহেই আইপিএল সুষ্ঠুভাবে আয়োজিত হতেই ভারতীয় সেনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চলেছে বিসিসিআই।


সেনাবাহিনীর জন্য বিশেষ ভাবনা BCCI-র


জুন মাসের ৩ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল হওয়ার কথা। সেদিনই রয়েছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। আর সেখানেই অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যের কথা মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনীকে কৃতঞ্জতা জানাবার বিশেষ ভাবনায় বিসিসিআই। হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানান, ‘আমরা আইপিএল ২০২৫-র সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাব ’। এক সূত্রের তরফে জানানো হয়েছে, ‘আমরা আমাদের দেশের সেনার অদম্য লড়াই এবং সাহসিকতার জন্য কৃতজ্ঞ। তাই তাঁদের আমরা বিশেষ সম্মান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ এবং চিফ অফ নেবি স্টাফকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি ’।


মিলিটারি ব্যান্ডের পারফরমেন্স থাকতে পারে


মনে করা হচ্ছে, IPL 2025-র সেই সমাপ্তি অনুষ্ঠানে মিলিটারি ব্যান্ডের তরফে পারফরমেন্স করা হবে। এছাড়াও সেদিন বেশ কয়েকজন সনামধন্য গায়ক, গায়িকাদের উপস্থিতির কথা রয়েছে। এর আগে গায়ক বি প্রাক আইপিএলেরই অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্সের মধ্যে দিয়ে সেনাকে কুর্নিশ জানিয়েছিলেন অপারেশন সিঁদুরের সময়। প্রসঙ্গত, ২০১৯ সালে যখন পুলওয়ামা হামলায় হয়, তখন ৪৪জন সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই সময় ২০ কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছিল বিসিসিআই, এছাড়াও সেবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মিলিটারি ব্যান্ড বিশেষ পারফরমেন্স করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *