অপারেশন সিঁদুর-এর দিনেই জন্ম!মেয়ের নাম শুনলে অবাক হবেন

Spread the love

ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর(Operation Sindoor) প্রতি সম্মান জানিয়ে সদ্যোজাত কন্য়াসন্তানের অভিনব নামকরণ করলেন বিহারের এক দম্পতি। তাঁরা তাঁদের মেয়ের নাম রাখলেন ‘সিন্দুরি’।

পহেলগাঁও হামলার জবাব দিতে বুধবার (৭ মে, ২০২৫) ভোররাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় মোট ন’টি জঙ্গিঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। ওই একই দিনে বিহারের কাটিহার জেলার একটি ছোট্ট হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন কুন্দন কুমার মণ্ডলের স্ত্রী। শিশুর জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মণ্ডল পরিবারের সদস্যরা ঠিক করে ফেলেন ওই মেয়ের নাম ‘সিন্দুরি’ রাখা হবে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কুন্দন জানান, যেভাবে ভারতের সেনা ও বায়ুসেনা পহেলগাঁও হামলার জবাব দিয়েছে, তাতে একজন ভারতীয় হিসাবে তিনি গর্বিত।

সদ্যোজাত সিন্দুরির এক আত্মীয়া জানিয়েছেন, শিশুর পরিবারের এমন সিদ্ধান্তে খুব খুশি তিনি। এমন নামকরণ শুধু আনন্দের নয়, গর্বেরও। কারণ – এর সঙ্গে আজীবন জড়িয়ে থাকবে সন্ত্রাসবাদ দমনে ভারতীয় বাহিনীর বীরগাথা! বিষয়টিকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষও। সদ্যোজাত কন্যাসন্তানকে পেয়ে যেভাবে এই পরিবার তার সঙ্গে দেশের গরিমাগাথা সারাজীবনের মতো জড়িয়ে দিল, সেই ভাবাবেগকে কুর্নিশ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যরা এবং হাসপাতালের কর্মী, চিকিৎসক ও নার্সরাও আশা করছে, সিন্দুরি যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন সে নিজেও তার এমন নামকরণ নিয়ে গর্বিত হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল (২০২৫) কাশ্মীরের পহেলগাঁওয়ে পৈশাচিক জঙ্গিহামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা, একজন নেপালের নাগরিক আর বাকিরা ভারতীয় পর্যটক! সেই হামলারই বদলা নিতে বুধবার ভোররাতে অপারেশন সিঁদুর চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *