পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘিরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। ভারতের সেই অভিযানে মোক্ষম জবাব পাওয়ার পর এবার চিনের সফরের উদ্দেশে রওনা হচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। জানা যাচ্ছে চিনে তাঁর সঙ্গে সেদেশের প্রতিনিধি তথা তিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সাক্ষাৎ ছাড়াও রয়েছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর সাক্ষাৎ।
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ইস্যুতে সদ্য পাকিস্তানের সম্পর্ক বেশ তলানিতে ঠেকেছে। এই অবস্থায় অপারেশন সিঁদুর ঘিরে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আফগানের ভারপ্রাপ্ত বিদেশমমন্ত্রী আমির খান মুত্তাকির। ওদিকে, তারপর আর ‘তর সইতে পারেনি’ পাকিস্তান! তারা এবার আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে উদ্যত। আর সেই সাক্ষাৎ পাকিস্তানি বিদেশমন্ত্রী করতে চলেছেন পাকের সব মরশুমের বন্ধু চিনের মাটিতে।
অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানকে দেওয়া চিনের ডিফেন্স সিস্টেম সংক্রান্ত যুদ্ধাস্ত্র। সেই প্রেক্ষাপটে এবার পাক মন্ত্রী চিনে যাচ্ছেন, ‘দক্ষিণ এশিয়ার উদ্ভূত পরিস্থিতি আর শান্তি ও স্থিতাবস্থায়’ তার প্রভাব নিয়ে কথা বলতে। সেখানে চিন, পাকিস্তান, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি, ত্রিপাক্ষিকভাবে আফগানিস্তানকে নিয়েও আলোচবনা হতে পারে।

পিটিআইকে উল্লেখ করে জিও নিউজ বলছে, তিন দেশের বিদেশমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তায় সহযোগিতা, এলাকায় উদ্ভূত পরিস্থিতি, বিশেষত ভারত-সংঘাতের মাঝে তৈরি হওয়া অবস্থা নিয়ে কথা বলতে চলেছেন। তারই মাঝে চিনের সঙ্গে পাকিস্তান এলাকার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনায় বসছে বলে খবর। ফলত মুখোমুখি হবেন চিনের ওয়াং ই ও পাকিস্তানের ইশহাক দার।এই পুরো আলোচনা পর্বে বড় ফ্যাক্টর হতে পারেন তালিবান নেতা তথা আফগান মুলুকের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকি। অপারেশন সিঁদুরের সময়, পাকিস্তানকে যখন চিন খোলামেলা সমর্থন করে যাচ্ছে, তখন পহেলগাঁওতে জঙ্গি হানার নিন্দা করে তালিবান। পরে পাকিস্তান দাবি করেছিল, ভারত আফগানিস্তানেও মিসাইল হানা করেছে, যা তালিবান সরকার নস্যাৎ করে। এই পরিস্থিতিতে তিন দেশের বৈঠকে, আফগান বিদেশমন্ত্রী কোন পথে হাঁটেন সেদিকে নজর দিল্লিরও।