অপারেশন সিঁদুর সাফল্য পেতেই আওয়াজ তুললেন নাগরিকরা

Spread the love

পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাত কেঁপে উঠল পাকিস্তানের মাটি। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিন্দুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সেনারা জঙ্গিঘাঁটি ধ্বংস করে নিরাপদে ফিরে আসে। দেশের বিভিন্ন প্রান্তের মতো বাংলার শিলিগুড়িতেও এই খবরে দেখা যায় ব্যাপক উল্লাস।

এদিকে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাঁদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। ওই জঙ্গি হামলায় প্রাণ যায় নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মাত্র ৬ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। চোখের সামনে স্বামীর প্রাণ চলে যেতে দেখে আর্তনাদ করেছিলেন হিমাংশী নরওয়াল। হাতের মেহন্দি ওঠার আগেই সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল। আর আজ বুধবার সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে হিমাংশী নরওয়াল বলেন, ‘‌সেদিন আমি কেঁদে ছিলাম। আজ ভারত সরকারকে ধন্যবাদ জানাই এই বদলা নেওয়ার জন্য। সেনাবাহিনীকে জানাই এই প্রতিশোধ নিয়ে যাওয়ার জন্য। তবে আমার স্বামীর আত্মা শান্তি পাবে।’

‌অন্যদিকে কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ এবং পল্লবী তাঁদের ছোট সন্তানকে নিয়ে পহেলগাঁও বেড়াতে গিয়েছিলেন। জঙ্গিরা মঞ্জুনাথকে গুলি করে হত্যা করে। তখন জঙ্গিদের পল্লবী বলেছিলেন, ‘‌তোমরা আমাকেও মেরে ফেলো। কারণ তোমরা আমার স্বামীকেও মেরে ফেলেছ। তখন তাঁদের একজন জানায়,আমি তোমায় মারব না। এটা মোদীকে বলে দাও।’‌ আর আজ শিলিগুড়িতে বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ‘‌ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’‌ স্লোগান দিতে থাকেন। জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ দেশের সাফল্য উদ্‌যাপন করে তাঁরা বলেন, ‘‌যাও শেহবাজকে বলো…সেনার এই সাফল্য প্রতিটি ভারতীয়র জন্য গর্বের বিষয়। ‘অপারেশন সিঁদুর’ দেশমাতৃকার সুরক্ষায় এক অনন্য নজির।’‌

এছাড়া কোটলি, ভাওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে সফল অপারেশন চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর দাবি, নানা জায়গায় মিসাইল হামলা চলেছে। হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের পৃথক গুরুত্ব আছে। পহেলগাঁও হামলায় ভারতীয় মহিলাদের সিঁথির সিঁদুর মুছে যায়। তারপর এই পাল্টা জবাব দেওয়া হল। তাই এই আক্রমণের নাম দেওয়া হয়েছে ‘‌অপারেশন সিন্দুর’‌ যার অর্থ সিঁদুর। ‘অপারেশন সিঁদুর’ ভারতের প্রতিরক্ষা কৌশলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিল ভারত বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *