অভিনেত্রীকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ চিকিৎসকের

Spread the love

আবারও সমালোচনার মুখোমুখি হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটি সাপ্লিমেন্ট প্রচারের জন্য সামান্থা এমন কিছু লিখেছিলেন, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে দাবি করেন ডক্টর সিরিয়াক অ্যাবি ফিলিপস। অভিনেত্রীকে ‘অশিক্ষিত’ বলেও কটাক্ষ করেন ওই চিকিৎসক।

সাপ্লিমেন্টটি প্রচার করতে গিয়ে সামান্থা লেখেন, বয়স বাড়লে মানব দেহে এন এডি (NAD+) কমে যায়, ফলে শক্তি হ্রাস পায়, মনোযোগ কমে যাওয়ার সমস্যা তৈরি হয়। এই সাপ্লিমেন্টটি খেলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

দ্য লিভার ডক্টর নামে পরিচিত নামে পরিচিত চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করে লেখেন, ‘সামান্থা একটি সাপ্লিমেন্ট ব্র্যান্ড প্রচার করছেন, যেখানে এন এম এন রয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ ভুয়ো।’ওই চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ‘একজন তারকার লক্ষ লক্ষ অনুরাগী থাকেন, একজন বিজ্ঞান নিরক্ষর তারকা কিভাবে এত মানুষকে প্রতারিত করেন? যে ব্যাপারে কোনও জ্ঞান নেই, সেই বিষয় নিয়ে কেন কথা বলেন তাঁরা? কীভাবে একটি সাপ্লিমেন্ট তিনি প্রচার করছেন যার সম্পর্কে কোন জ্ঞান তাঁর নেই।’

সামান্থাকে কটাক্ষ করে ওই চিকিৎসক আরও লেখেন, ‘যদি তুমি বেশিদিন বাঁচতে চাও তাহলে নির্দিষ্ট নিয়মে জীবন অতিবাহিত কর। তামাক এবং অ্যালকোহল পরিত্যাগ কর। কিন্তু এমন কিছুর ওপর নির্ভর করো না, যার গুণগত মান এখনও পরিষ্কার নয়।’

তবে লিভার ডক এত অভিযোগ আনলেও সামান্থা এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি। গতবছরও অভিনেত্রী হাইড্রোজেন পারঅক্সাইড নেবুলাইজেশন ব্যবহার করার পরামর্শ দিলে চিকিৎসক অভিনেত্রীকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। এবারেও এই একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *