অমৃতসর বিমানঘাঁটিতে হামলা পাকিস্তান সেনার

Spread the love

পহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানে এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত।আর ‘অপারেশন সিঁদুর’-এর পর নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে উত্তেজনার পারদ বাড়তেই পাকিস্তানি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে যে পাক সেনারা ভারতের অমৃতসর বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।ইতিমধ্যে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানিদের এই দাবি সম্পূর্ণ মিথ্যে।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানে কয়েকজন ব্যক্তির পোস্ট করা ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানি অ্যাকাউন্টগুলি থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অমৃতসরে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। শুধু অমৃতসর নয়, এই ধরনের বেশ কিছু পোস্ট এমন কিছু কিছু অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে যাদের অনুরাগী সংখ্যা অনেক বেশি। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো।বৃহস্পতিবার পিআইবি ফ্যাক্ট চেক পোস্টে স্পষ্ট জানিয়েছে, ‘পাকিস্তানি ভিত্তিক হ্যান্ডলগুলির দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে ভুয়ো দাবি করা হয়েছে যাতে পাকিস্তানি বিমানবাহিনী নাকি অমৃতসর বিমান ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে তা ২০২৪ সালের দাবানলের। এই ধরনের যাচাই না করা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র ভারত সরকারের সরকারি উৎসের উপরে নির্ভর করা দরকার।’

জানা গেছে, ভিডিওটি ৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের একটি টিকটক পোস্ট থেকে নেওয়া হয়েছে। গত বছর ভয়াবহ দাবানলের কবলে পড়ে চিলির শান্ত শহর ভিনিয়া দেল মারে।কমপক্ষে ১৩৩ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৭০০টি বাড়ি।২০১০ সালে চিলির ভূমিকম্প এবং সুনামির ঘটনায় ৫০০ জনের মৃত্যু হয়েছিল। তারপর দাবানলের কারণে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডই সে দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা বলে দাবি করা হয়।

অন্যদিকে, ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরেই একাধিক এক্স হ্যান্ডলে পোস্ট ঘুরতে থাকে, যেখানে দাবি করা হয় ভারতের মধ্যে ১৫টি জায়গায় পাল্টা আঘাত হেনেছে পাকিস্তানি সেনারা। অন্য আরেকটি পোস্টে দেখা যায় পাকিস্তানি বায়ুসেনারা শ্রীনগর বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, এমনকী এর সঙ্গে ভারতীয় সেনার ব্রিগেড হেডকোয়ার্টার ও যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা। এই ধরনের বেশ কিছু পোস্ট এমন কিছু কিছু অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে যা আগে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের সঙ্গে যুক্ত ছিল। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই দাবির সমর্থনে কোনও স্যাটেলাইট ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। ভাইরাল ভিডিও যাচাই করে দেখা যায়, তা গত বছরের পাকিস্তানেরই খাইবার পাখতুনখার একটি ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *