অযোধ্যার রামভূমিতে সস্ত্রীক বিরাট

Spread the love

আইপিএল ২০২৫-এর প্লে-অফের আগে সস্ত্রীক অযোধ্যার রামভূমিতে ঘুরে এলেন বিরাট কোহলি(Virat Kohli)। কেরিয়ারের শেষ প্রান্তে ফের একবার বদলে যাওয়া বিরাট কোহলির ছবি দেখল ভারতীয় ক্রিকেটমহল। গ্ল্যামার জগতের জাঁকজমকেই কোহলি ও অনুষ্কা বিচরণ করতে অভ্যস্ত। তবে সম্প্রতি আধ্যাত্মিক পরিমণ্ডলে দেখা মিলছে বিরুষ্কার।

রবিবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা অযোধ্যার হনুমান গড়ি মন্দিরে পুজো দেন। তাঁরা দেখা করেন হনুমান গড়ির মোহন্ত জ্ঞান দাসের উত্তরসূরি তথা সঙ্কটমোচন সেনার জাতীয় সভাপতি শ্রী সঞ্জয় দাস জি মহারাজের সঙ্গে। কোহলিরা রাম লালার দর্শন করে আর্শীর্বাদও নেন।রবিবার কোহলিদের অযোধ্য ভ্রমণের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা এএনআইও সোশ্যাল মিডিয়ায় কোহলিদের হনুমান গড়ি মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো পোস্ট করে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *