অশিক্ষিত নাকি?’! হাজারদুয়ারিকে বারাবার ‘হাজারিবাগ’ বললেন সুদীপা

Spread the love

সোশ্যাল মিডিয়ায় আজকাল মাঝেমধ্যেই ভ্লগ শেয়ার করেন রান্নাঘর-খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা গেল, মুর্শিদাবাদ নিয়ে একটা ভিডিয়ো শেয়ার করতে। যা মূলত করা হয়েছিল, সেই এলাকার একটি ফাইভস্টার রিসর্ট নিয়েই। কিন্তু মুর্শিদাবাদ ঘুরে দেখার সময় বারংবার বাংলার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারিকে ‘হাজারিবাগ’ বলে উল্লেখ করেন তিনি। এখানেই শেষ নয়, এক নেটিজেন ব্যাপারটা কমেন্ট করে সুদীপকে জানালেও, তিনি হাসির ছলে উড়িয়ে দেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছেলে আদিদেবের সঙ্গে মুর্শিদাবাদের ট্রেন জার্নি, আর তারপর সেখানকার এক সুপার লাক্সারি রিসর্টে থাকার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুদীপা। এরপরই ছেলেকে নিয়ে বের হন মুর্শিদাবাদ ভ্রমণে। আর হাজারদুয়ারির ভিডিয়োর সঙ্গে ভয়েজওভারে সুদীপাকে বলতে শোনা যায়, ‘পৌঁছে গেলাম হাজারিবাগ। মুর্শিদাবাদ একসময় ছিল বাংলার প্রথম ফর্মাল ক্যাপিটাল। এবং হাজারিবাগের ১০০০টা দরজার মধ্যে মাত্র ১০০টা আসল। বাকি সব নকল। এই এত সুন্দর জায়গা দেখলেই না আপনার মটা কেমন করে উঠবে…’।

এরপর মুর্শিদাবাদের বিরিয়ানির স্বাদ, জগত শেঠের কুঠি, সবটাই দেখালেন নিজের সেই ভ্লগে। কিন্তু ‘হাজারিবাগ’ বলাটা সত্যিই বড্ড কানে লাগে। দেখা গেল সুদীপার শেয়ার করা সেই ভিডিয়োতে অনেকেই তাঁর করা ভুল ধরিয়ে দিয়েছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘হাজারিবাগ নাকি হাজারদুয়ারি?’ তবে হেসেই উড়িয়ে দেন সুদীপা। পালটা জবাব দেন, ‘ওএমজি (কতগুলো হাসির স্মাইলি… হাজারদুয়ারি… ক্ষমা করবেন।)’ কিন্তু ভিডিয়োটি এখনও সেভাবেই রয়েছে। ক্যাপশনেও ভুল স্বীকার করা হয়নি এখনও। সুদীপাকে জবাব দিয়ে সেই মহিলা আবার লিখলেন, ‘আপনার কাছ থেকে এরকমটা আশা করিনি। ভীষণ পছন্দের মানুষ আপনি। তাই ভাবলাম ভুলটা সংশোধন করে দেই।’

একসময় রান্নাঘর কুকিং শো দিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন সুদীপা। যদিও বর্তমানে, তাঁর শো-র দায়িত্ব চেপেছে টলিউডের আরেক অভিনেত্রী কণীনিকার কাঁধে। তবে সুদীপা নিজেই ইউটিউবে খুলেছেন কুকিং শো। এছাড়া তাঁর নিজস্ব রেস্তোরাঁ, শাড়ি-গয়নার ব্যবসা থেকেও মাস গেলে আয় হয় মোটা টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *