অসুস্থ বিজয় দেবেরকোন্ডা!নিয়ে যাওয়া হল হাসপাতালে

Spread the love

অসুস্থ বিজয় দেবেরকোন্ডা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে! ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন অভিনেতা।

এন্টারটেইনমেন্ট এএফ-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা হাসপাতালে ভর্তি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এর ফলে তিনি তাঁর আসন্ন ছবির প্রচার থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন।

৩১ জুলাই তাঁর ছবি ‘কিংডম’ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা বিজয় দেবেরকোন্ডাকে স্পাই থ্রিলারে দেখতে পাবেন। ছবির প্রচারেও নায়ককে স্বাভাবিক ভাবেই দেখা যাবে বলে অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যে অবনতির জন্য তাঁকে প্রচারমূলক সমস্ত অনুষ্ঠান থেকে দূরে সরে থাকতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, হাসপাতালে নায়কের সঙ্গে তাঁর পরিবারও রয়েছে। তাঁরাও নায়কের স্বাস্থ্যের দিকে নজর রাখছে। প্রতিবেদন থেকে জানা গিয়েছে, যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, তাহলে বিজয়কে ২০ জুলাইয়ের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এখন আগের থেকে একটু ভালোর দিকে নায়ক।

বিজয়ের আসন্ন ছবি ‘কিংডম’ প্রসঙ্গে

‘জার্সি’ খ্যাত পরিচালক গৌতম তিন্নানুরি পরিচালিত ‘কিংডম’ স্বাধীনতা-পরবর্তী সিংহলা-তামিল সংঘাতের পটভূমিতে নির্মিত একটি স্পাই অ্যাকশন ছবি বলে জানা গিয়েছে। এই ছবিতে একজন মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে, যে সাধারণ মানুষ থেকে একজন নেতা হয়ে ওঠে সকলকে রক্ষা করার জন্য।

এই সিনেমাটিতে বিজয় ছাড়াও ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেবকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দন। বিজয় দেবেরকোন্ডার সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। অন্যদিকে, বেশ অনেক দিন পর অনিরুদ্ধ পরিচালক গৌতমের সঙ্গে কাজ করলেন। প্রসঙ্গত, বিখ্যাত ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স ইতিমধ্যেই ৫০ কোটি টাকার বিনিময়ে ডিজিটাল স্ট্রিমিংয়ের স্বত্ব কিনে রেখেছে।

বিজয়ের পরবর্তী কাজ প্রসঙ্গে

বিজয় দেবেরকোন্ডা আসন্ন বেশ কয়েকটি প্রকল্পে কাজ করবেন বলে মনে করা হচ্ছে। তাঁর পরবর্তী ছবিটি পরিচালক রাহুল সাংকৃত্যনের সঙ্গে হতে চলেছে বলে শোনা গিয়েছে। আপাত সেই ছবি নাম ‘VD14’ রাখা হয়েছে। ছবিতে ঔপনিবেশিক ভারতের সময়কালের একটি ঐতিহাসিক যুদ্ধকালীন আবহ তুলে ধরা হবে বলে গুঞ্জন শোনা গিয়েছে। রবি কিরণ কোলা পরিচালিত ‘SVC59’ও তার হাতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *