অ্যান্টিডিপ্রেসেন্ট-ঘুমের ওষুধ বন্ধ হল সৌগত রায়েক

Spread the love

অসুস্থ সাংসদ সৌগত রায়ের স্পিচ থেরাপি শুরু হল। এদিকে অ্যান্টিডিপ্রেসেন্ট-ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে সৌগত রায়ের। জানা গিয়েছে এই সব ওষুধের কারণে সৌগত রায়ের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। তাই আপাতত এই ওষুধগুলো বন্ধ করা হয়েছে। নেবুলাইজার, অ‌্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে বর্ষীয়ান তৃণমূল নেতাকে।

বর্তমানে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সৌগত রায়ের কথা জড়িয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে সেই হাসপাতালের তরফ থেকে। তাঁর শিরদাঁড়ার নীচে ব্যথা। রিপোর্ট অনুযায়ী, ভারনিক এনসেফালোপ‌্যাথিতে আক্রান্ত তিনি। ভিটামিন বি ওয়ানের ঘাটতির জেরে এই অসুখ হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে।

রিপোর্টে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে সৌগত রায়ের। সেরেব্রাল অ্যাট্রোফি ধরা পড়েছে তাঁর শরীরে। এই রোগে মস্তিষ্কের নিউরন এবং সিনান্সের ক্ষতি হয়। এর জেরে স্মৃতিশক্তি হ্রাস পায় রোগীর। এদিকে জানা গিয়েছে, ভারনিক এনসেফালোপ্যাথির জন্যেই সৌগত রায় আচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ, তিনি অ্যাকিউট ডিলেরিয়ামে আছেন।

এদিকে সাংসদের টাইপ টু ডায়াবেটিস আছে। আচ্ছন্ন থাকলেও ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। সাংসদকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ব্রাত‌্য বসু। বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ‌্য সচেতক নির্মল ঘোষ। চিকিৎসকরা বলছেন, একাধিক মেডিসিন খেয়েই বিপদ বাধিয়েছেন সৌগত রায়।প্রসঙ্গত, গত ২২ জুন থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হলেন সৌগর রায়। এর আগে গত ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তারপর গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় অসুস্থ হয়েছিলেন তিনি। সেবার বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তখন তাঁক হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল অস্ত্রোপচার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *