ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার নতুন প্রধান নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে এই পদে নিয়োগ দেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। খবর ইরানি বার্তা সংস্থা আইআরএনএ-র।
ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হন। মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন মাজিদ খাদামি।
ইসরাইলি হামলায় কাজেমির সঙ্গে আইআরজিসির গোয়েন্দা শাখার আরও দুই সিনিয়র কর্মকর্তা নিহত হন। তারা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি। হাসান আইআরজিসির গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন।

আইআরজিসির কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও কয়েকদিন আগে নিয়োগ পেয়েছেন। গত সপ্তাহে (১৩ জুন) ইসরাইলি হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন। তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ পাকপুর।