আইসির মা-কে ধর্ষণের হুমকি দিয়ে নৈহাটির বড় মার শরণে অনুব্রত

Spread the love

তারাপীঠ, কঙ্কালিতলায় মাথা ঠুকেও সময় যেন কিছুতেই ভালো যাচ্ছে না অনুব্রত মণ্ডলের। ২০২২ সাল থেকেই যেন শনির দশা চলছে তাঁর। জেল থেকে ছাড়া পেয়ে যাও বা রাজ্যপাট ফিরে পাওয়ার আশায় ছিলেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি, কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের নির্দেশে হারাতে হয়েছে সেই পদও। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়েছে কুকথাকাণ্ড। বোলপুর থানার আইসিকে ফোন করে তাঁর মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করে দলে ও দলের বাইরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফাঁড়া কাটাতে সেই অনুব্রতই এবার শরণ নিলেন নৈহাটির বড় মায়ের। শুক্রবার সন্ধ্যায় নৈহাটি গিয়ে বড় মায়ের মন্দিরে পুজো দেন তিনি। তবে সংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি।

শনিবার কলকাতায় রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি বৈঠক। বীরভূম কোর কমিটির সদস্য হিসাবে সেই বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বোলপুর থেকে সেই সভায় যোগ দিতে কলকাতায় আসেন অনুব্রত। আসার পথে শুক্রবার সন্ধ্যায় তিনি পৌঁছে যান নৈহাটিতে। সেখানে বড়মার মন্দিরে পুজো দেন অনুব্রত। সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন।

মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের থেকে অনুব্রত জেনেছেন বড় মা খুব জাগ্রত। তাই মন্দিরে এসেছিলেন পুজো দিতে। মন্দির কমিটির তরফে মায়ের পরনের একটা শাড়ি, মায়ের একটা ছবি অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *