স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম আসে টলিপাড়ার প্রথম সারির নায়িকাদের তালিকায়। সেই বছর ২০ থেকে টলিপাড়ায় রাজত্ব করছেন। একের পর এক হিট। যতটা সুন্দরী, ততটাই বুদ্ধিমতী, আবার ততটাই ঠোঁটকাটা। প্রেম নিয়ে অকপটে কথা বলার সাহস রাখেন, বিয়ে-ডিভোর্সের মামলা, সবটাই তাঁর খোলা খাতা। মেয়ে অন্বেষা সেন ২৫-এর দোরগোড়ায়। তাতে কি, অভিনেত্রী মনে করেন এখনও বেশ কয়েকটা ‘প্রেম করার সময়’ আছে তাঁর হাতে। তা এই সেন বাবুটি কে? যাকে I Love You বললেন অভিনেত্রী?
এই সেনবাবুটি হলেন একেন সেন, মানে একেন্দ্র সেন। পুলিশ-গোয়েন্দা একেন্দ্র, যিনি বইয়ের চরিত্র হলেও, বছরকয়েক ধরে ওয়েব সিরিজ আর সিনেমা দিয়ে দর্শক মনে করছে রাজত্ব। আর যেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি অনির্বাণ চক্রবর্তীকে।

সম্প্রতিই মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আর সেই ছবি দেখেই নিজের ভালোবাসা জাহির করলেন স্বস্তিকা। লিখলেন, ‘Crush খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট #AnirbanChakrabarti ❤️🫶🏽’।
এর আগেও এক সাক্ষাৎকারে অনির্বাণকে নিয়ে ‘ক্রাশ’ খাওয়ার কথা অকপটে বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘স্বস্তিকার উপর ক্রাশ আছে’, বলেছিলেন অনির্বাণ এক সংবাদমাধ্যমকে। আর তা স্বস্তিকার কাছে এসে পৌঁছতেই অভিনেত্রীর জবাব ছিল, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। বলে দেবেন প্লিজ।’
কাজের সূত্রে, স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে দুর্গাপুর জংশন সিনেমাতে। টি থ্রিলার ঘরানার ছবি, যেখানে স্বস্তিকা এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। আর বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকাতে। এই সিনেমাতে একটি গানও গেয়েছেন তিনি। এই প্রথমবার প্লেব্যাক করলেন অভিনেত্রী সিনেমাতে।