আক্রান্ত ২ বছরের শিশু

Spread the love

এর আগে ৯ মাসের এক শিশুর শরীরে করোনা ধরা পড়েছিল। আর, এবার ২ বছরের এক শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এল। জানা গিয়েছে, ওই শিশুটি মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যমের হাতে আসা খবর অনুসারে, গত শনিবার ওই শিশুকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। তার পিঠে চোট লেগেছিল। একইসঙ্গে, শিশুটির মধ্য়ে করোনার উপসর্গও দেখা গিয়েছিল। তার জ্বর হয়েছিল। সঙ্গে ছিল সর্দি ও কাশি। এরপর নমুনা পরীক্ষায় তার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে শিশুটি মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের পিকু ওয়ার্ডে ভর্তি রয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছে সে। আগের তুলনায় অনেকটাই ভালো আছে। ক্রমশ সেরে উঠছে একরত্তি।

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শিশুটি একটি অন্য কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। তার জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ ছিল। ফলে চিকিৎসকরা নিয়ম অনুযায়ী তার কোভিড পরীক্ষা করান এবং তার রিপোর্ট পজিটিভ আসে। শিশুটি এখন ভালো রয়েছে।’ শিশুটির জন্য হাসপাতালের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পার্থপ্রতিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *