আগামী বছরেই বিয়ে! ‘আমার সুকান্তই তো প্রথম সম্পর্ক নয়…’ 

Spread the love

১৮ বছর বয়স হওয়ার আগেই সুকান্ত কুণ্ডুর প্রেমে পড়েছিলেন অনন্যা গুহ। তারপর চলতি বছরের শুরুতেই দু’জনে বাগদানও সারেন। আর এবার তাঁরা সামাজিক ভাবে বিয়ে করতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা?

জানা গিয়েছে আগামী বছরের শুরুতেই হবে তাঁদের বিয়ে। তবে মাত্র ২১ বছর বয়সে বিয়ে? আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘না, আমি আমার চারপাশে সব সময় সফল দাম্পত্যজীবন দেখেছি। সে আমার মা-বাবা হোক কিংবা দিদি-জামাইবাবু। আর আমার সুকান্তই তো প্রথম সম্পর্ক নয়, আগেও সম্পর্কে জড়িয়েছি। তবে সুকান্তের সঙ্গে দেখা হওয়ার অল্প দিনের মধ্যে বুঝে গিয়েছিলাম যে এই মানুষটার সঙ্গে সারাজীবন হেসে খেলে আর কিছু না হোক বন্ধু হয়ে কাটিয়ে দিতে পারব।’ আসলে অনন্যা আগেই তাঁর প্রেমিককে বলে দিয়েছিলেন যে তিনি বিয়ে করতে চান, শুধু ঘুরে বেড়াতে নয়। যে সম্পর্কে পরিণতি নেই, অনন্যা তাতে বিশ্বাসী নন।

অনন্যা আরও বলেন, ‘সুকান্ত আমার থেকে অনেকটাই বড়। ও এমন এক জন মানুষ যে, জানে জীবনে কী করতে চায়। যেটা এই প্রজন্মের ছেলেদের মধ্যে দেখা যায় না।’ কীভাবে হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান? এই প্রসঙ্গে অনন্যার জানান, কল্যাণী থেকেই বিয়ে হবে তাঁদের। তার পর সেখান থেকে যাবেন মালদহ, সেখান তাঁদের বৌভাতের অনুষ্ঠান হবে। বিয়েতে সাবেকি সাজেই সাজবেন তিনি।

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান করেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সেদিন সকালে হয় আশীর্বাদও। টলিউডের তারকাদের উপস্থিতিতে. একেবারে ধুমধাম করে হয়েছিল শুভ কাজ। তবে এরপর থেকে নানা সময়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। কখনও বিয়ের আগে সুকান্তর একা ফ্ল্যাটে অনন্যার আসা নিয়ে, আবার কখনও হবু শ্বশুর-শাশুড়ির সামনে অনন্যার পোশাক এসেছে চর্চায়। বারংবারই দেখা গিয়ছে, প্রেমিকার হয়ে জবাব দিয়েছেন সুকান্ত। নেটপাড়ার ট্রোল যেন বন্ধ করে দিয়েছেন।

অনন্যার প্রেমিক সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়র। সঙ্গে ইউটিউবার হিসেবেও বেশ জনপ্রিয়। ‘লেটস বি কনফিউজড’ নামে চ্যানেল চালান সুকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *