‘আগে ভোটাররা সরকার বেছে নিত, এখন মোদী সরকার ভোটার বেছে দিচ্ছে’

Spread the love

রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত আজ তৃণমূলের ‘এসআইআর বিরোধী’ প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্র সরকার ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন কেন্দ্রকে। অভিষেকের দাবি, বাংলায় এস আই আর আতঙ্কে সাত জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় তাঁদের ভোটার তালিকায় নাম ছিল। আগামী দু মাসের মধ্যে দিল্লিতে মিছিল করার হুঁশিয়ারি দেন অভিষেক।

মঞ্চে উঠে অভিষেক বলেন, গত জুন মাসে এসআইযআরের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই তৃণমূল তার বিরোধিতা করে আসছে। এসআইআর ঘোষণার পর সাত দিনের মধ্যেই সাতজন সহ নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারকে সমবেদনা জানান অভিষেক। এরপর তিনি বলেন, ‘দু’দিনের ব্যবধানে যদি আমরা এত বড় মিছিল করতে পারি, তাহলে আগামী দুই মাসের মধ্যে দিল্লিতেও তৃণমূলের মিছিল দেখতে পাবে দেশ। আমাদের ধমকে, চমকে লাভ নেই।’

অভিষেকের ভাষায়, এটা শুধু একটি প্রতিবাদ নয়, এটা বাংলার অস্তিত্বের লড়াই। তাঁর তোপ, দিল্লির কাছে বাংলা বশ্যতা স্বীকার করবে না। ১০০ দিনের মামলায় বাংলার মানুষেরই জয় হয়েছে। এখন যাকে খুশি বাংলাদেশি বলে চিহ্নিত করে, ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, বাংলাদেশে ডিপোর্ট করছে। তিনি কেন্দ্রীয় সরকারকে আরও ঝাঁঝালো আক্রমণ করে বলেন, ‘আগে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নিত। আজ মোদী সরকার নিজেই পছন্দের ভোটার বেছে নিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *