আজই জারি হতে চলেছে এসএসসির নয়া নিয়োগ বিধি

Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ৩১ মে’র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য নতুন বিধি আনারা কথা আগেই জানিয়েছিল। সেইমতো পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আজ বিকেলের দিকে নতুন নিয়োগ বিধি প্রকাশ করতে চলেছে এসএসসি। এনিয়ে আজ বৃহস্পতিবার বৈঠকে বসেছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। এছড়াও, পরীক্ষায় কত নম্বর বরাদ্দ করা হবে? তা আজ বৈঠকে ঠিক করা হবে। বিষয়টি চূড়ান্ত হলেই নয়া বিধির বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা যাচ্ছে।

এসএসসি সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে কত নম্বরের লিখিত পরীক্ষা হবে? ইন্টারভিউয়ের উপর কত নম্বর থাকবে? শিক্ষাগত যোগ্যতার ওপর কত নম্বর বরাদ্দ হবে? অভিজ্ঞতার জন্য কত নম্বর থাকবে? তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। রয়েছেন আইন বিভাগের আধিকারিক এবং আইনজীবীরাও। বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হলেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ বিকেলের পরেই তা জারি করা হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, নয়া নিয়োগ বিধিতে ওএমআর শিটের আসল কপি তিন বছরের জন্য এবং স্ক্যান কপি ১০ বছর ধরে সংরক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। এবার আর জোন ভিত্তিক কাউন্সেলিং হবে না। কেন্দ্রীয়ভাবে কাউন্সেলিং করা হবে। নবান্নের অনুমোদন পেলেই আজকেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। পাশাপাশি নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে না পুরনো সিলেবাসেই এই পরীক্ষা হবে বলে সূত্রের খবর। এছাড়াও, এসএসসির তরফে আগেই জানানো হয়েছিল ওএমআর শিটের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন প্রার্থীরা।

নবম-দশম, একাদশ-দ্বাদশের প্যানেল তৈরির পর তার মেয়াদ থাকবে এক বছর। উল্লেখ্য, আগামীকাল এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। তাতে কবে থেকে আবেদন করা যাবে? কতদিন আবেদন করা যাবে? সে বিষয়ে দেওয়া থাকবে। তবে লিখিত পরীক্ষা কবে হবে সেই তারিখ পরে জানানো হবে। পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফি করা হবে বলেও নতুন নিয়ম বিধি অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *