‘আজ হয়তো ক্রিকেট নিয়ে বলা উচিত নয়, কিন্তু বিরাট অবসর নিল’

Spread the love

‘বিরাট কোহলি(Virat Kohli) আমারও প্রিয় ক্রিকেটার।’ ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহেই ক্রিকেটের কথা উঠে এসেছে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের মুখে। দেশবাসীকে হতবাক করে দিয়ে সোমবারই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। এই আবহে সাংবাদিক সম্মেলনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিরাট কোহলির প্রশংসা করেছেন সেনা আধিকারিকও। সেইসঙ্গে পাকিস্তানে প্রত্যাখ্যাতের কথা বলতে গিয়ে তিনি তুলে আনলেন ১৯৭০ সালের অ্যাশেজ সিরিজের প্রসঙ্গও।

সাংবাদিক বৈঠকে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, গত ৭ মে অপারেশন সিঁদুর স্ট্রাইকে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা চালানো হয়েছে। কীভাবে ভারতীয় সেনার আধুনিক অস্ত্র পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করেছিল, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ১৯৭০ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের কথা তোলেন। যেখানে জেফ থমসন ও ডেনিস লিলি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে কার্যত বিধ্বস্ত করে দিয়েছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, ‘আমাদের বিমান ঘাঁটিকে টার্গেট করা খুবই কঠিন।’ তারপরই তিনি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করেন লিলি-থমসন জুটির। তিনি বলেন, ‘আমি তখন স্কুলে পড়তাম। সত্তরের দশক। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত অ্যাশেজ সিরিজ চলছিল। অস্ট্রেলিয়ার দুই ফাস্টবোলার জেফ থমসন ও ডেনিস লিলি ইংল্যান্ডের ব্যাটিং তছনছ করে দিয়েছিল। অস্ট্রেলিয়া সেই সময় একটা বিখ্যাত লাইন বলেছিল। অ্যাশেজ টু অ্যাশেজ, ডাস্ট টু ডাস্ট, ইফ থমো ডোন্ট গেট ইউ, লিলি মাস্ট।’

এরপরে বিরাটের প্রসঙ্গে রাজীব ঘাই বলেন, ‘আজ বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। আরও অনেক ভারতীয়র মতো আমারও প্রিয় ক্রিকেটার বিরাট। আজ ক্রিকেটের কথা আলোচনা করাই উচিত।’

অন্যদিকে এদিনের বৈঠকে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘৭ মে আমরা শুধু জঙ্গিদের ঘাঁটিতেই হামলা চালিয়েছিলাম। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা। দুর্ভাগ্য পাক সেনারা এটা নিজেদের লড়াই করে নিয়েছে। পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা। আমাদের লড়াই পাক সেনার সঙ্গে নয়, জঙ্গিদের সঙ্গে। দুর্ভাগ্য, পাক সেনারা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছে, বাধ্য হয়ে আমাদের জবাব দিতে হয়েছে। আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে, তা ওদের কারণেই হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *