আদালতের নির্দেশে থানায় হাজিরা দিলেন চাকরিহারা শিক্ষকরা

Spread the love

আদালতের নির্দেশে বিকাশ ভবনের সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশি তলবে থানায় হাজিরা দিলেন আন্দোলনকারী ২ জন চাকরিহারা শিক্ষক। বুধবার রাতে থানায় হাজিরা দেন চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডলসহ ২ জন।

এদিন থানায় হাজিরা দিয়ে বেরিয়ে চিন্ময়বাবু বলেন, আদালতের নির্দেশে আমরা থানায় হাজিরা দিয়েছি। আদালত পুলিশকে কড়া পদক্ষেপ করতে বারণ করেছে। আমরা কোনও লুঠপাট করতে যাইনি। আমরা নিজেদের যোগ্যতায় অর্জিত চাকরি ফেরত চাইতে গিয়েছিলাম। পুলিশ যা যা জানতে চেয়েছে জানিয়েছি।

এদিন ২ শিক্ষককের সমর্থনে থানার বাইরে অপেক্ষায় ছিলেন চাকরিহারা অন্য সহযোদ্ধারা। তাঁদের একজন বলেন, আন্দোলনকে কেন্দ্র যা যা ঘটেছে তা আমাদের যৌথ সিদ্ধান্ত। কোনও নির্দিষ্ট ব্যক্তির সিদ্ধান্তে কিছু ঘটেনি। তাই আমরাও ওদের সঙ্গে থানায় এসেছি।

বলে রাখি, গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানের ঘটনায় ৫ জন শিক্ষককে হাজিরার নোটিশ পাঠায় বিধাননগর পুলিশ। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষকরা। বুধবার কলকাতা হাইকোর্ট জানায়, পুলিশি তলবে হাজিরা দিতেই হবে শিক্ষকদের। তবে তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *