‘আপনার বয়স হয়েছে, ঘুমোতে যান…’! নেটিজেনের এমন কথায় জবাব দিয়েও পোস্ট মুছলেন

Spread the love

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান কিছু পোস্ট করে থাকেন Big B অমিতাভ বচ্চন। তবে সম্প্রতি ট্রোলের মুখে এক নেটিজেনকে জবাব দিয়ে চর্চায় উঠে এলেন অমিতাভ। যদিও পরে সেই টুইট বা এক্স পোস্ট ডিলিটও করে দেন শাহেনশা।

ঠিক কী ঘটেছে?

সম্প্রতি অনেক রাত পর্যন্ত বিগ বি-কে সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ দেখে এক নেটিজেন লেখেন, ‘অন্ধকার রাত পর্যন্ত শাহেনশা কেন জেগে রয়েছেন। ঘুমোতে যান, অনেক বয়স হয়েছে আপনার।’ আর এমন কথা শোনার পরই আর চুপ থাকতে পারেননি বিগ বি। ‘বয়স’ খোঁচায় বিরক্ত অমিতাভ পাল্ট লেখেন, ‘ঈশ্বর চাইলে… একদিন তোমারও বয়স হবে’। যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন অমিতাভ বচ্চন। তবে ততক্ষণে তাঁর পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

তবে এই প্রথম নয়, কয়েক সপ্তাহ হয়ে আগে তাঁর কিছু ফাঁকা (Blank) টুইট আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। এদিকে সাম্প্রতিক ব্লগ পোস্টে বয়স বাড়ার সঙ্গে আসা সমস্যাগুলির বিষয়ে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। লিখেছিলেন, ‘কখনও কখনও, শরীর আপনার স্বভাব ও কাজের ওপর প্রভাব ফেলে এবং আদেশ দেয়,আরাম করো। তাই আমি হেরে গিয়েছি এবং শরীর যা চেয়েছে তাই করেছি। শরীর আমাকে বুঝিয়ে দিয়েছে কে সবচেয়ে শক্তিশালী- শরীর!!’

তিনি আরও লেখেন যে, ‘৮৩ বছর বয়সে, আমার বলার অনেক কিছু আছে, কিন্তু মঞ্চকে প্রকাশ এবং বোঝার একটি নির্দিষ্ট গুরুত্বের প্রয়োজন, যা আজকের জগতে কমে যাচ্ছে।’ অমিতাভের এই ব্লগ পোস্টের পর থেকেই ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এই বয়সেও কাজ করার ফলে তার শরীর বেশি ক্লান্ত হচ্ছে। যদিও তারপরই এক রবিবার বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন শাহেনশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *