ইসরাইলের আক্রমণে কয়েক মিনিটের জন্য বন্ধ থাকার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আবারও সরাসরি সম্প্রচার শুরু করেছে।সম্প্রচারকারকরা স্ক্রিনে প্রদর্শিত টেক্সটে বলেছেন, তাদের সমস্ত অনুষ্ঠান ‘কোনো বাধা ছাড়াই পুনরায় লাইভ শুরু হচ্ছে’।
আরেকটি নিউজ টিকারে বলা হয়েছে, ইসরাইল ‘ইরানের রাষ্ট্রীয় টিভির একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে’।
সম্প্রচারকারকরা বলছেন, ইসরাইল হামলা করে ‘সত্যের কণ্ঠস্বরকে নীরব করার’ চেষ্টা করছে।
এর আগে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, সোমবার (১৬ জুন) ইসরাইলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে, সোমবার সকালে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরানি প্রচারণা এবং উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।’
সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।