আমদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে ট্রোল রিমকে

Spread the love

আমদাবাদে বিমান দুর্ঘটনার পর, রিম শেখের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োয় দেখা যায় পাপারাৎজিরা রিমকে সেই দুর্ঘটনা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তবে, রিম তাতে কোনও প্রতিক্রিয়া দেননি। রিমের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা তাঁকে নিয়ে ট্রোল করতে শুরু করে। নেটিজেনরা বলতে শুরু করেন যে, দেশে ঘটে যাওয়া এত বড় ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে সেই সব নিয়ে এবার মুখ খুললেন রিম শেখ, ট্রোলদের দিলেন যোগ্য জবাব। তিনি বলেন যে, তাঁর বোনও এয়ার ইন্ডিয়ায় বিমান চালান।

রিম তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে রিম লেখেন- প্রথমত যাঁরা বিমান দুর্ঘটনার কথা না জানা নিয়ে আমাকে ট্রোল করছেন, তাঁরা এটা দয়া করে বন্ধ করুন। আমার বোনও এয়ার ইন্ডিয়ার বিমান চালায়। আমার নিজের বোন। যখন দুর্ঘটনাটা ঘটে, তখন আমিই প্রথম জানতাম। আমি আমার বোনকে ঘরে বসে কাঁদতে দেখেছি, সহকর্মীদের জন্য শোকে সে কাঁদছিল। এটা আমার কাছে কেবল একটা খবর নয়, এটা আমার খুব ব্যক্তিগত ক্ষতির একটা জায়গা।’

রিম আরও লিখেছেন যে, পাপারাৎজিরা তাঁকে গতকালের ঘটনা সম্পর্কে কথা বলতে বলেছিলেন, কিন্তু তাঁরা তাঁকে বিমান দুর্ঘটনা সম্পর্কে কথা বলতে বলেননি। রিম বলেন, ‘মানুষ এত তাড়াতাড়ি সবটা বিচার করে নেন যে, সেটা ভেবে খারাপ লাগে। যদি আমি সেই সময় চুপ থাকি তাহলে এর কারণ এই নয় যে আমি ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। কারণ আমাকে ঘটনা সম্পর্কে সরাসরি কোনও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। জিজ্ঞাসা না করলে আমি এত গুরুতর বিষয়ে নিয়ে কথা বলতামও না সেটাও স্বাভাবিক।’

রিম আরও লিখেছেন, ‘এই ক্ষতি আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যে আমি তা বর্ণনাও করতে পারব না। আমার বোন এই মানুষদের সঙ্গে কাজ করে। আমি ওঁকে এই মানুষদের জন্য কাঁদতে দেখেছি। দয়া করে ক্যামেরার সামনে একটা ছোট মুহূর্ত দেখে কারও মনে কী চলছে তা বিচার করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *