আমন্ত্রণ করেও বাংলাদেশি প্রধান উপদেষ্টাকে ‘অপমান’ ফ্রান্সের

Spread the love

বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি ফ্রান্সেই থাকতেন। সেই মহম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েও নাকি ‘অপমান’ করেছে ফ্রান্স। এই আবহে ফ্রান্সের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন ইউনুস। বিগত কয়েক বছরে যেই দেশে তিনি অধিকংশ সময় কাটিয়েছেন, সেখানেই আমন্ত্রিত হয়েও সফর করবেন না মহম্মদ ইউনুস।

ঠিক কী হয়েছে? জানা যাছে, রাষ্ট্রসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগদানের জন্যে মহম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমুনায়েল ম্যক্রোঁ। তবে সেই সফরকালে নাকি ম্যাক্রোরঁ সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চেয়েছিলেন ইউনুস। যদিও তাতে প্যারিসের তরফ থেকে সাড়া পাওয়া যায়নি। এই আবহে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউনুস। 

রিপোর্ট অনুযায়ী, আগামী ৯ জুন থেকে ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলন শুরুর আগমুহূর্তে ৮ জুন অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে ফ্রান্সের আমন্ত্রণ পাওয়ার পরই ঢাকার তরফ থেকে চেষ্টা করা হয় যাতে ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ইউনুস।

তবে ফ্রান্সের তরফ থেকে ঢাকাকে জানানো হয়, ফ্রান্সে আমন্ত্রিত বহু রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকের আবেদন করেছে। এই আবহে নির্দিষ্ট কোনও ইস্যু থাকলে ইউনুসের সঙ্গে বসতে পারেন ম্যাক্রোঁ। শুধুমাত্র আনুষ্ঠানিকতার খাতিরে বৈঠক সম্ভব হবে না। এরপরই বাংলাদেশ সিদ্ধান্ত নেয়, ওশেন কনফারেন্সে তারা যোগ দেবেন, তবে ইউনুস ফ্রান্সে যাবেন না। তাঁর বদলে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এদিকে ‘অপমানিত’ মহম্মদ ইউনুস ফ্রান্সে না যেতে পারায় প্যারিসের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা। প্রধান উপদেষ্টা ফ্রান্সে যেতে না পারার কারণ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্যারিসকে জানিয়েছে, দেশে জরুরি কাজের জেরে নিসে যেতে পারবেন না ইউনুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *