‘আমরা ১ কোটি করে দেব’! ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান

Spread the love

টাটা গ্রুপের পরিচালনাধীন এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে আমদাবাদে। এবার সেই টাটা গোষ্ঠীর তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
টাটা গ্রুপের তরফ থেকে এক্স বার্তায় জানানো হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এ দুর্ঘটনার জেরে আমরা শোকাহত। এই সময় কোনও শব্দই যথেষ্ট নয় এই দুঃখকে প্রকাশ করার জন্য। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের পাশে রয়েছি। আহতদের জন্য প্রার্থনা করছি।

টাটা গ্রুপ মৃতদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে দেবে। যাঁরা আহত হয়েছেন তাঁদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা নিশ্চিত করছি তাঁদের সব চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গেই বিজে মেডিক্যালের হস্টেল তৈরিতে আমরা সহায়তা করব।’

‘আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছি।’ এক্স বার্তায় জানিয়েছেন এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান।

আমদাবাদের বিমানবন্দর থেকে টেকঅফের পরে ভেঙে পড়ে বিমান। দাউ দাউ করে জ্বলে যায় বিমান। একেবারে চুরমার হয়ে যায় বিমান। ডাক্তারদের হস্টেলের উপর আছার খায় বিমানটি। প্রচুর বিদেশি নাগরিক ছিলেন ওই বিমানে। তাঁদের মধ্যে অনেকেই মারা গিয়েছেন। একেবারে মর্মান্তিক দুর্ঘটনা।

একেবারে শেষ সময় মে ডে কল করেছিলেন পাইলট। কিন্তু শেষ রক্ষা হল না। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। একের পর এক মৃত্যু। যে হস্টেলের উপর ভেঙে পড়ে সেখানকার আবাসিক একাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন, বিকট একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। বাইরে বেরিয়ে দেখেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গেই চারদিকে ধ্বংসস্তুপ। আর মৃতদেহ ছড়িয়ে রয়েছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি জানিয়েছেন, আমি বাড়িতেই ছিলাম। সেই সময় বিকট একটা আওয়াজ পেলাম। যখন ঘর থেকে বেরিয়ে দেখতে এলাম কী হয়েছে, তখন দেখি ধোঁয়ার কুন্ডুলি উঠছে উপরের দিকে। কিছুটা এগিয়ে এসে দেখলাম চারদিকে মৃতদেহ ছড়িয়ে রয়েছে। চারদিকে ধ্বংসস্তুপ হয়ে রয়েছে।

এক ব্যক্তি সংবাদ সংস্থায় জানিয়েছেন, এসে দেখলাম চারদিকে বডি পড়ে রয়েছে।

এদিকে ঘটনার পরেই দমকল বাহিনী এলাকায় চলে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। উদ্ধারকারী টিম দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। একের পর এক দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় অনেকেই হারালেন তাঁদের প্রিয়জনকে। তবে ভাগ্যক্রমে বিমানের এক যাত্রী বেঁচে গিয়েছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *