‘আমাকে ইমেল করুন’ রাজ্য পুলিশ হেনস্থা করলে কী করবেন?

Spread the love

বাংলা থেকে পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে যান অনেকেই। তবে এবার তাঁদের সামনে একেবারে অন্যরকম সমস্যা। ভিনরাজ্যে গিয়ে সেখানকার পুলিশের হাতে হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা। তাঁদের জন্য হেল্পলাইন চালু করেছে রাজ্য পুলিশ।

আর তারপরই এবার একেবারে অন্যরকম উদ্যোগ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজের ইমেল আইডি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডলে। তাঁর দাবি , বাংলাতে পুলিশের হাতে নানা হেনস্থার শিকার হন বাসিন্দারা। এবার তাঁরা সরাসরি এনিয়ে জানাতে পারেন শুভেন্দুকে।

তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই পোষ্টটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাসকারী বাঙালিদের বিভ্রান্ত করতে এই পোস্ট করা হয়েছে, যাতে তাঁরা বিচলিত হয়ে পড়েন। পুরো ভূ-ভারতে ভারতীয় বাঙালিরা ও হিন্দু শরণার্থীরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন না।

তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দু বাঙালি প্রায়শই পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়ে থাকেন। আমি তাঁদের উদ্দেশ্যে এবং ভিন রাজ্য থেকে আগত ভারতীয় হিন্দুরা, তাঁরা যে ভাষায় কথা বলুন না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কর্মসূত্রে বসবাস করছেন, তাঁদেরও যদি পুলিশ (মমতা পুলিশ) হেনস্থা করে থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় আমার ইমেলে তথ্য সহ জানাতে পারেন। আমি সম্পূর্ণ সাহায্য করবো। আমার ইমেল আইডি – [email protected]

এছাড়া পশ্চিমবঙ্গের কোন সচেতন নাগরিক যদি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাসকারী রোহিঙ্গা মুসলিম ও অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানদের খোঁজ পান তাহলেও আমার এই ইমেল আইডি তে তথ্য সহকারে জানানোর অনুরোধ জানাচ্ছি। আমি উক্ত তথ্য সঠিক জায়গায় পৌঁছে দেবো।’

এরপর তিনি রাজ্য পুলিশ এক্স হ্যান্ডলে হেল্পলাইনের যে নম্বর তুলে ধরেছে সেটাকেও তুলে ধরে কটাক্ষ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তবে এবার বাংলায় বাঙালি হেনস্থা নিয়ে সরব হলেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *