আমিরের প্রশংসায় পঞ্চমুখ দাদাসাহেবের নাতি! কেন?

Spread the love

গত বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ দাদা সাহেব ফালকের বায়োপিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন আমির খান। রাজকুমার হিরানির সঙ্গে যুক্ত হয়ে তিনি এই বায়োপিক পর্দায় নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবকিছুই ঠিক ছিল কিন্তু তার মধ্যেই ঘটলো বিবাদ।

আমির খানের ঘোষণা করার পরেই দাদাসাহেব ফালকের আরও একটি বায়োপিকের ঘোষণা করেন দক্ষিণ ইন্ডাস্ট্রি সুপারস্টার জুনিয়ার এনটিআর। অভিনেতা জানান ফালকের চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। পরিচালক এস এস রাজামৌলি। ছবির নাম এবং ফাস্ট লুক পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।

একদিকে যখন রাজামৌলি দাবি করেন তিনি এই ছবির চিন্তাভাবনা ২০২৩ সালেই করে ফেলেছিলেন, তখন অন্যদিকে আমির দাবি করেন, এর আগে হিন্দি ছবিতে দাদাসাহেব ফালকে ওপর কাজ করার কথা কেউ চিন্তাভাবনা করেননি। স্পষ্টভাবেই দুই ইন্ডাস্ট্রির মধ্যে একটি বায়োপিক নিয়ে তৈরি হয়ে যায় দ্বন্দ্ব। এই দড়ি টানাটানির মধ্যেই এবার এই বিষয়ে মুখ খুললেন দাদা সাহেব ফালকের নাতি।

রাজামৌলির ‘মেড ইন ইন্ডিয়া’ প্রসঙ্গে দাদা সাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকরকে জিজ্ঞাসা করায় তিনি ব্যাপারটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমির খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানান, দক্ষিণী পরিচালক নাকি বায়োপিক নিয়ে কোনওদিন তাঁর সঙ্গে যোগাযোগই করেননি।

চন্দ্রশেখর বলেন, ‘আমি রাজামৌলির প্রকল্প নিয়ে আলোচনা শুনেছি কিন্তু তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। যদি কেউ দাদাসাহেব ফালকের ওপর ছবি তৈরি করার চিন্তাভাবনা করেন, তাহলে সবার আগে পরিবারের সঙ্গে কথা বলা উচিত। পরিবারকে উপেক্ষা করে কিছুই করা যাবে না কারণ আমরাই সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করতে পারব।’

আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘রাজকুমার হিরানির সহকারী প্রযোজক হিন্দুকুশ ভরদ্বাজ তিন বছর ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমির খান, রাজকুমার হিরানি এবং তাদের গোটা টিম এই বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। গত ৩ বছর ধরে বারবার আমার সঙ্গে দেখা করেছেন সহকারী প্রযোজক। প্রত্যেক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করেছেন আমায়, রীতিমতো গবেষণা করেছেন।’

ফালকের নাতি আরও বলেন, ‘আমি বারবার ওদের বলেছি, তোমরা সকলে এগিয়ে যাও। আমার কোনও আপত্তি নেই। তোমরা সৎ ভাবে কাজ করেছো, আমি ভীষণ খুশি। আমিরের অভিনয় দেখে আমি ভীষণ আনন্দিত। সরস্বতী বাই ফালকের চরিত্রে বিদ্যা বালানকে নেওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *