আমির-জেনেলিয়ার চোখে চোখে কথা

Spread the love

২০০৭ সালে আমির খান প্রযোজিত ‘তারে জামিন পর’ ছবিটি দেখে কেঁদে ভাসিয়েছিলেন দর্শকরা। এবার পালা ‘সিতারে জমিন পর’ ছবির। তবে আমির জানিয়েছেন, এই সিনেমাটি দেখে মানুষ যেমন কাঁদবে তার থেকেও বেশি হাসবে। হাস্যরসাত্মক এই ছবির গল্প হবে শিক্ষনীয়।

‘সিতারে জামিন পর’ ছবিতে আমির খান এবং জেনেলিয়া ডিসুজা ছাড়া অভিনয় করবেন দর্শীল সাফারি। অভিনয় করবেন ১০ জন নবাগত অভিনেতা। তবে ছবি মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ চর্চা চলছে কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে, সিনেমাটি হলিউডের ছবি চ্যাম্পিয়ন-এর জেরক্স কপি।

আমিরের ছবিটি যে অরিজিনাল নয় এই গুঞ্জন শান্ত হতেই জানা যায় ছবিটি বড় পর্দা ছাড়া শুধুমাত্র মুক্তি পাবে ইউটিউবে। কোনও ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে না। ইউটিউবেও নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

‘সিতারে জামিন পর’ ছবি নিয়ে যখন চর্চা তুঙ্গে ঠিক তখনই নির্মাতাদের তরফ থেকে ছবির একটি নতুন গান প্রকাশ করা হলো। বৃহস্পতিবার আমির খান প্রোডাকশন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার নতুন গানের একটি ঝলক দর্শকদের জন্য পোস্ট করেন। পোষ্টের ক্যাপশনে লেখা হয়, ‘যখন তুমি সত্যি কাউকে ভালবাসো, তখন তুমি তাকে সারা আঁখো পে রাখো।’

যে গানটি মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানের দৃশ্য। দৃশ্যে আমির এবং জেনেলিয়া একে অপরের সঙ্গে কথা বলছেন চোখে চোখে। মান অভিমানের পালা মিটিয়ে তারকা যুগলের মধ্যে যে ভালোবাসার আগমন ঘটছে, সেটারই প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে এই কয়েক সেকেন্ডের ক্লিপিং-এর মধ্যে।

অভিজিৎ ভট্টাচার্যের লেখা এবং শঙ্কর এহসান লয়ের সুরে গাওয়া এই গানটি গেয়েছেন অরিজিৎ ভট্টাচার্য এবং শারিভা পারুলকার। ইতিমধ্যেই সিনেমার এই নতুন গানের ঝলক দেখে ভক্তরা হয়েছেন বেশ খুশি। ভিডিয়ো দেখে একদিকে যেমন গায়ক গায়িকার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা তেমন অন্যদিকে আমির এবং জেনেলিয়ার কেমিস্ট্রিও ভীষণ ভালো লেগেছে দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *