আমির নাকি ‘সিতারে জমিন পর’-এর জন্য প্রথমে তাঁকে অফার করেন

Spread the love

মুম্বইয়ে ‘সিতারে জমিন পর’-এর প্রিমিয়ারে সুপারস্টার সলমন খান ফের তাঁর রসবোধ দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন। সলমন মজা করে সেখানে বলেছেন যে, আমির আসলে তাঁকে এই ছবির জন্য অফার করেছিলেন, কিন্তু নিজেই পরে তা করার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার মুম্বইয়ে ‘সিতারে জমিন পর’-এর প্রিমিয়ার ছিল। সেখানে নানা তারকা নজর কেড়েছিলেন। সলমন খান ও শাহরুখ খানও উপস্থিত ছিলেন। প্রিমিয়ারে সলমনকে বেশ ভালো মেজাজে দেখা গিয়েছিল। পাপারাৎজিদের সামনে আমিরকে মজা করে তিনি উত্যক্তও করেছিলেন তিনি।

রেড কার্পেটে ফটোগ্রাফারদের সাক্ষাৎকার দেওয়ার সময় মজার করেই সলমন বলেন, ‘ও আপনাদের ছবিটির পিছনের গল্প বলেননি? ও আমাকে এই ছবিটা করার জন্য প্রথমে জানিয়েছিল… আমি গিয়েছিলাম এবং আমার ছবিটা পছন্দ হয়েছিল… এমনকী আমি হ্যাঁ বলেছিলাম… তারপর আমি একটা ফোন পাই যে, সেখানে বলে, ‘আমি ছবিটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

আমিরের কমেডি-ড্রামা ‘সিতারে জমিন পর’ হল আমিরের ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। এই ছবিটা পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। পরিচালক আরএস প্রসন্ন তাঁর ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির জন্য খুব জনপ্রিয়। আমির ছাড়াও এই ছবিতে জেনেলিয়া ডি’সুজাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

এছাড়াও ছবিতে দশজন নবাগত অভিনেতার অভিনয় করেছেন। তাঁরা একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করলেন। তাঁরা হলেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনস’-এর রিমেক এই ছবিটি। এটি একজন বাস্কেটবল কোচের গল্প। যাকে একটা টুর্নামেন্টের জন্য প্রতিবন্ধী শিশুদের একটা দলকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়। ছবিটা ২০ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *