‘আমি পাকিস্তানের জামাইবাবু!’

Spread the love

‘আমি এখন পাকিস্তানের জামাইবাবু।’ এভাবেই পাক ট্রোলকে কটাক্ষ করেছেন এআইএমএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। এই দলগুলির নেতৃত্ব দেবেন দেশের সাত জন বিশিষ্ট সাংসদ।সেই দলে স্থান পেয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিও। আর এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে ট্রোলের শিকার হচ্ছেন তিনি। তাতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ মিম প্রধান।

এই আবহে হাসতে হাসতে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘আমি পাকিস্তানের জামাইবাবু। সেখানে এখন আর কেউ নেই, শুধুমাত্র আমিই আছি।এমন স্পষ্টবক্তা, সুদর্শন কাউকে দেখতে পাচ্ছে না পাকিস্তান। ভারত থেকে কেবল আমাকেই দেখতে পাচ্ছে।আমাকে শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনাদের জ্ঞান বাড়বে। আপনাদের মাথার মধ্যে যে খড়কুটো ভরা আছে তা পরিষ্কার হয়ে যাবে, অজ্ঞতার অবসান হবে।’ এআইএমআইএম প্রধান আরও বলেন, অপারেশন সিন্দুরের পর ভারত সরকার আমাদের যেখানেই নিয়ে যাচ্ছে, তা দেশের স্বার্থে। ভারতের অবস্থান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পাকিস্তান বারবার সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে। আমি এই দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি আশা করি ভারত সরকার শীঘ্রই এই বিষয়ে আমাদের অবহিত করবে।’

পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিশানা করে সংবাদের শিরোনামে উঠে আসেন ওয়াইসি। তারপর থেকেই সীমান্তের ওপার থেকে ক্রমাগত ট্রোলের শিকার হচ্ছেন তিনি। বাস্তবে তিনি নরেন্দ্র মোদী সরকারের একজন কট্টর সমালোচক। কিন্তু দেশের স্বার্থে বর্তমানে তিনি কেন্দ্রকে সমর্থন জানিয়েছেন।এর আগে পাক নেতাদের পারমাণবিক হুমকির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছিলেন, ‘পাকিস্তান সর্বদা পারমাণবিক শক্তিধর হওয়ার কথা বলে; তাদের মনে রাখা উচিত যে তারা যদি কোনও দেশে প্রবেশ করে নিরীহ মানুষকে হত্যা করে, তবে সেই দেশ চুপ করে বসে থাকবে না। আপনি আইসিসের মতো কাজ করেছেন।’ তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের থেকে এক ঘন্টা পিছিয়ে নয়, অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে।সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াইসির নিরপেক্ষ অবস্থান তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। তাঁর ‘পাকিস্তান মুর্দাবাদ’ এবং ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানগুলি সম্প্রতি ব্যাপক প্রসংশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *