বলিউড অভিনেতা আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করে আলোচনায় আসেন। মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করে ভালোই চলছিল সংসার। সেই ভালোর সঙ্গে আরও দারুণ খবর দিলেন আরবাজ। বাবা হতে চলেছেন অভিনেতা।
২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
গত বছর গুঞ্জন চাউর হয়, বাবা-মা হতে যাচ্ছেন আরবাজ-সুরা। পুরনো সেই গুঞ্জন চলতি বছরে কয়েকবার জোরালোভাবে ওঠে। তবে নীরব ছিলেন এই দম্পতি। অবশেষে আরবাজ জানালেন, ৫৭ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান বলেন, ‘‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনে এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’’

কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার তথ্য উল্লেখ করে আরবাজ খান বলেন, ‘‘আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব। ভালোবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালোভাবে মানুষ করতে যা প্রয়োজন সবটুকু দেয়ার চেষ্টা করব।’’
‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট সুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি।