আমূল দুধে ভাসবে বাংলার পাশের রাজ্য

Spread the love

এবার বাংলার প্রতিবেশী রাজ্য় অসমে দুগ্ধ উৎপাদনে বিরাট ঘোষণা করলেন অসমের মুখ্য়ন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসম মন্ত্রিসভা একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক কল্যাণের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একদিকে যেমন ডেয়ারি উৎপাদনের বিষয়টি রয়েছে তেমনি খাদ্য় শস্যের ভর্তুকি, বেসরকারি বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অসমে ডেয়ারি শিল্পকে আরও চাঙা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অসম মন্ত্রিসভা ২০ বিঘা জমি ইজারা নেওয়ার অনুমোদন দিয়েছে। সেখানে ডেয়ারি প্রসেসিং ইউনিট তৈরি করা হবে পরিকল্পনা নেওয়া হয়েছে।

অসমে ডেয়ারি শিল্পকে আরও চাঙা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অসম মন্ত্রিসভা ২০ বিঘা জমি ইজারা নেওয়ার অনুমোদন দিয়েছে। সেখানে ডেয়ারি প্রসেসিং ইউনিট তৈরি করা হবে পরিকল্পনা নেওয়া হয়েছে।এই ইউনিটে প্রতিদিন ১ লাখ লিটার দুধ উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে। প্রায় ৭৫ কোটি টাকায় এই ডেয়ারি শিল্পকে উন্নত করা হবে। পরবর্তীতে হবে প্রায় ১৫০ কোটি টাকা। এর মাধ্য়মে প্রায় ২০,০০০ ডেয়ারি চাষি উপকৃত হবেন বলে খবর।

অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডলে লিখেছেন, অমূলকে অনুমতি দেওয়া হয়েছে তারা রাজ্য়ে ডেয়ারি প্রসেসিং ইউনিট তৈরি করতে পারবে। এখানে প্রতিদিন ১ লাখ লিটার করে দুধ উৎপাদনের ক্ষমতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *