আমেরিকা থেকে শোকবার্তা প্রিয়াঙ্কার

Spread the love

বলিউড পেরিয়ে শক্ত জায়গা করেছেন হলিউডে। তিনি ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এই নায়িকা হারিয়েছেন তার কাছের একজন মানুষকে। এরপর সুদূর আমেরিকা থেকে শোকবার্তা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ আংকেল। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো বোন মানারা চোপড়া এবং ফুফু কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।


‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’


সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন মানারা চোপড়া এবং দ্রুত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় তার সেই মুহূর্ত ধরা পড়ে। সেসময় তার সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *