আয় বাড়াতে নয়া কৌশল কলকাতা পুরনিগমের

Spread the love

এবার থেকে কলকাতা পুরনিগমের মালিকানায় থাকা যেকোনও জায়গা – যেমন – মাঠ, অনুষ্ঠান ভবন, উদ্যান, বাজার ইত্যাদি যেকোনও জায়গায় যদি কোনও অনুষ্ঠানের আয়োজন করতে হয়, তাহলে আগে ‘বিনোদন ছাড়পত্র’ বা ‘অ্যামিউজমেন্ট পারমিশন’ নিতে হবে। এবং সেটা এমনি এমনি পাওয়া যাবে না। তার জন্য নির্দিষ্ট পরিমাণ ‘ফি’ বা মূল্য চোকাতে হবে উদ্যোক্তাদের। কলকাতা পুরনিগমের আয় বাড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এত দিন ধরে এই সমস্ত জায়গায় বহু অনুষ্ঠানের আয়োজন করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই উদ্যোক্তারা টাকা দিয়ে বিনোদন ছাড়পত্র নিতেন না। ফলে পুরসভার প্রাপ্য আয়ে কোপ পড়ত।

এবার তাই এমন বন্দোবস্ত করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কাছে সেই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিনোদন ছাড়পত্র না থাকলে তাঁরা অন্য কোনও ছাড়পত্রই আর পাবেন না। অর্থাৎ – সেখানে কোনও বিজ্ঞাপন বা হোর্ডিং লাগানো যাবে না, জল সরবরাহ করা হবে না, অন্য়ান্য ব্যবস্থাপনাও করতে দেওয়া হবে না। ফলত, অনুষ্ঠানের আয়োজনই করা যাবে না।

এমনকী, প্রযুক্তির সাহায্যে এমন কৌশল নেওয়া হয়েছে, যাতে বিনোদন ছাড়পত্র না নিলে কেউ অনলাইনেও সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অনুষ্ঠান করার জন্য অন্যান্য ছাড়পত্রের আবেদন জানাতে পারবেন না। সোজা কথায়, আগে টাকা দিয়ে বিনোদনের অনুমতি আদায় করতে হবে। তারপর বাকি সবকিছু পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, কোনও ভবনে যদি বিনোদন ছাড়পত্র বকেয়া রেখেই কোনও অনুষ্ঠান করা হয়, তাহলে ভবিষ্যতে সেই বকেয়া টাকা না মেটানো পর্যন্ত নতুন করে বিল্ডিং প্ল্যানের অনুমোদনও দেওয়া হবে না। আশা করা হচ্ছে, নয়া ব্যবস্থাপনার ফলে কলকাতা পুরনিগমের আয় অনেকটাই বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *