গাজা উপত্যকায় ইসরাইলের আরও দুই সেনা নিহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের হত্যা করা হয়েছে বলে ইসরাইলি সামিরক বাহিনী জানিয়েছে।এতে বলা হয়, খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি সাঁজোয়া যানের ভেতরে ছিলেন নিহত দুই সেনা। এসময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।
নিহত দুই সেনা হলেন আমির সাদ (২২) ও ইনন নুরিয়েল ভানা (২০)। আইডিএফ জানিয়েছে, ওই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেলিগ্রাফে দেয়া এক বিবৃতিতে হামাস দুই ইসরাইলি সেনাকে হত্যা কথা স্বীকার করেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৮৯৮ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এই সংখ্যায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত সেনাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ত্রাণ সরবরাহে গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক ১০ ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ।

রোববার এক বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে রোববার থেকেই গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময়ে আইডিএফ অভিযান পরিচালনা করবে না।’