আর হবে না ভারত-পাক আলোচনা

Spread the love

সামরিক সংঘাত বন্ধে ভারত ও পাকিস্তানের মধ্যে বোঝাপড়ার ঘোষণা হয়েছিল গত ১০ মে। এরপর আলোচনার মাধ্যমে সেই সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল। এহেন পরিস্থিতিতে গত ১৬ মে জানানো হয়েছিল, ১৮ মে পর্যন্ত সংঘর্ষবিরতি বহাল থাকবে। তবে আজ ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেলদের মধ্যে আর আলোচনা হবে না। এই আবহে ভারত-পাক সংঘর্ষবিরতির মেয়াদ কি শেষ হয়ে যাবে? 

ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির বোঝাপড়ার মেয়াদ শেষ হওয়ার কোনও তারিখ নেই। এর আগে ইসলামাবাদের তরফ থেকে রিপোর্টে দাবি করা হয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সেই প্রতিবেদন ভারতীয় সেনা প্রত্যাখ্যান করেছে। 

এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘সংঘর্ষবিরতি অব্যাহত রাখার বিষয়ে গত ১২ মে ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে এর মেয়াদ শেষ হওয়ার কোনও তারিখ নেই।’ তবে ভারত এটা নিশ্চিত করেছে যে, ১০ মে’র সংঘর্ষবিরতির ভাগ্য পাকিস্তানের আচরণের উপর নির্ভর করবে।উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই জঙ্গি হানার জবাবে ভারত গত ৭ মে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল। এরপরই পাকিস্তান পালটা হামলার চেষ্টা করেছিল ভারতে। পাক হামলায় ভারতের ১৬ জন সাধারণ নাগরিক প্রাণও হারিয়েছিলেন। এরপর ভারতের তরফ থেকে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছিল। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর, ইসলামাবাদে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল।

এদিকে পাকিস্তান দিল্লির ওপর হামলা করতে ফতেহ মিসাইল লঞ্চ করেছিল। তবে সেটাও ভারতীয় বাহিনী নিস্তে জকে দিয়েছিল। এরপর ১০ মে দুপুর নাগাদ পাকিস্তান সংঘর্ষবিরতির প্রস্তাব পাঠায় দিল্লিকে। ভারত সেই সংঘর্ষবিরতির প্রস্তাব মেনে নেয়। ৭ মে থেকে ১০ মে-র সংঘর্ষে পাকিস্তানের প্রায় ৬০০টি ড্রোন ধ্বংস করেছিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *