বিগত কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন যশ দাশগুপ্ত এবং এবং নুসরত জাহান। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁদের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। তৃতীয় ব্যক্তির কারণেই নাকি দূরত্ব তৈরি হয়েছে এই তারকা জুটির। আর তার মাঝেই টলিউডে জোর গুঞ্জন যে যশ এবং নুসরত আলাদা থাকছেন।
কী ঘটেছে?
কিছুদিন আগেই আচমকাই লক্ষ্য করা হয় যে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন যশ এবং নুসরত। শুধু তাই নয়, অভিনেত্রী একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করায় সেই জল্পনা আরও জোড়াল হতে থাকে। এমন সময় একদিকে যশ তাঁর বড় ছেলেকে (প্রথম পক্ষের) নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান, আর নুসরত বাবা মা, ছেলেকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান অভিনেত্রী। ফলে সবটা মিলিয়েই তাঁদের অনুরাগীদের মধ্যে থেকে টলিউডের অন্দর, সর্বত্রই গুঞ্জন শোনা যাচ্ছে যে তাঁরা নাকি আলাদা হয়েছেন। যদিও এই বিষয়ে নিজেরা আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। এর মাঝেই আনন্দবাজারের তরফে একটি রিপোর্টে জানানো হয় যে সম্প্রতি গুঞ্জন রটেছে যে সমস্যা এখনের নয়। গত বছর ডিসেম্বর থেকেই নাকি আলাদা থাকছেন যশ এবং নুসরত। কাজের সময় কেবল একসঙ্গে কাটিয়েছেন, বাকি আলাদা আলাদা থেকেছেন তাঁরা।

জানা গিয়েছে যশ যখন মুম্বইয়ে ছিলেন তখন থেকেই নাকি সন্দেহের শুরু। ওখানে নাকি নায়কের পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত। বর্তমানে অভিনেতা তাঁর পুরোনো আবাসনে রয়েছেন, অন্যদিকে নুসরত জাহান তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। বেশ কিছু শর্ত দিয়েছেন অভিনেত্রী একসঙ্গে থাকার জন্য যা অভিনেতা মানেননি।
যদিও এই সমস্ত কিছুই আপাতত জল্পনা কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে যশ বা নুসরত কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।