আসছে দাদামণি

Spread the love

জি বাংলার তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে এই চ্যানেলে ৪ বোন এবং তাদের দাদামণির গল্প আসছে। এবার। জানা গেল যে কবে থেকে শুরু হচ্ছে সেই মেগা।

কবে থেকে আসছে দাদামণি?

আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে দাদামণি ধারাবাহিকের সফর। প্রতি সোম থেকে শনিবার এই ধারাবাহিক রাত সাড়ে ৮ টা থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে। অর্থাৎ কপাল পুড়ল শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের। তবে সেই ধারাবাহিক শেষ হচ্ছে না অন্য স্লটে চলে যাচ্ছে সেটা এখনই চ্যানেলের তরফে ঘোষণা করা হয়নি।

দাদামণি ধারাবাহিকের নতুন প্রোমো

দাদামণি ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক জ্যোতিষী দাদামণি ওরফে বাদশার কুষ্ঠী বিচার করে বলছেন যে বোনেদের আগে নাকি তারই বিয়ে হবে। এটা শুনেই তিনি জ্যোতিষীকে তাড়া করেন। অন্যদিকে দেখা যায় ছোট থেকেই প্রতীক ওরফে বাদশার সঙ্গে বন্ধুত্ব অনুষ্কার ওরফে পার্বতীর। পার্বতী পেশায় ডাক্তার। এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। এমন অবস্থায় কীভাবে তাঁদের বন্ধুত্ব জমে, গল্প কোন দিকে বাঁক নেয় সেটাই দেখা যাবে এই মেগায়।

প্রতীক সেন ফিরছেন উড়ানের পর। স্টার জলসার পর এবার জি বাংলায় দেখা যাবে তাঁকে, আর এই সিরিয়ালেই প্রতীকের নায়িকা হিসেবে দেখা মিলবে অনুষ্কা চক্রবর্তীর। কিন্তু অনেকেরই মত, অনুষ্কার সঙ্গে নাকি প্রতীককে একদমই মানাবে না। কেউ কেউ তো বলছেন , অনুষ্কার সামনে প্রতীককে ‘দাদুর বয়সী’ মনে হচ্ছে। তবে যতই কটাক্ষ হোক না কেন, অধিকাংশ দর্শকই কিন্তু মুখিয়ে আছেন এই ধারাবাহিকের জন্য। নীলাঞ্জনা শর্মার নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন এই ধারাবাহিকের প্রযোজনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *