বাংলার বহু দর্শক মুখিয়ে আছেন ‘ধূমকেতু’-র জন্য। মাঝে প্রায় ১০টা বছর কেটে গিয়েছে। এর মাঝে একসঙ্গে কোনও কাজ করেননি দেব-শুভশ্রী। একসময় তাঁদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির। প্রেমভাঙার পরেই আসলে ‘ধূমকেতু’-তে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এর গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি।
কিন্তু অবশেষে সব বাধা কাটিয়ে, আগামী ১৪ অগস্ট মুক্তি পেতে এই সিনেমা। কিন্তু ছবির প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে? তা নিয়ে নানা জল্পনা-কল্পনা করা হচ্ছিল। অবশেষ নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল ছবির প্রচারমূলক ভিডিয়ো। সেই ভিডিয়োয় একসঙ্গে দেখা মিলল দেব-শুভশ্রীর। তাঁরা দর্শকদের দিলেন বার্তাও।
শুক্রবার নির্মাতাদের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় দেব শুভশ্রীর দেখা মেলে ঠিকই, তবে একসঙ্গে দু’জনের দেখা মেলেনি। কখনও ক্যামেরার ক্যানভাসে ফুটে উঠেছে শুভশ্রীর মুখ, আবার কখনও ধরা দিয়েছেন দেব।
এই ভিডিয়োয় শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের টপ। সঙ্গে কালো জিন্সে সেজে উঠেছিলেন নায়িকা। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘নমস্কার আমি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।’ তার পরই ভেসে ওঠে দেবের মুখ। তাঁকেও কালো টি শার্ট ও নীল জিন্সে দেখা গিয়েছে। তিনিও বলেন, ‘নমস্কার আমি দেব।’ ফের ক্যামেরার সামনে আসেন শুভশ্রী। নায়িকা বলেন, ‘১২ বছর পর’, ‘আবার আমরা এক সঙ্গে’, দেবের মুখে শোনা যায়।
ফের শুভশ্রী বলেন, ‘সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে’, ‘আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু’, বলেন দেব। তার পর অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘ধূমকেতু আসছে বড় পর্দায়।’ নায়িকার কথার রেশ টেনেই অভিনেতা বলেন, ‘অবশেষে এই ১৪ অগস্ট’। শেষে শুভশ্রী জানান, ‘আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।’ দেব বলেন, ‘আমাদের ছবি ধূমকেতু আসছে ১৪ অগস্ট।’

তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেব-শুভশ্রী জুটির ভক্তরা ভালোবাসায় ভরে দেন। একজন লেখেন, ‘দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।’ আর একজন লেখেন, ‘পর্দায় আবার সেরা জুটি ফিরছে।’ আর একজন লেখেন, ‘প্লিজ একসঙ্গে ছবির প্রোমোশনে আসবেন।’ আর একজন লেখেন, ‘আনন্দ টা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়’। আর এক ভক্ত লেখেন, ‘ছোটবেলা হয়তো শেষবারের মতো ফিরে আসছে আমাদের কাছে। দেব-শুভশ্রী জুটিকে শেষবার দেখার জন্য।’